হাথরসে গণধর্ষণ ও নিগ্রহে নিহত দলিত তরুণীর দেহ পুলিশের দ্বারা তড়িঘড়ি সৎকার এবং সিট তদন্তের না꧙মে তাঁর পরিবারের সঙ্গে কাউকে দেখা করতে না দেওয়ার ঘটনাকে তীব্র সমালোচনা করলেন বিজেপি সহ-সভাপতি উমা ভারতী💞।
শুক্রবার পর পর ৯টি টুইটে তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী 𒈔আদিত্যনাথকে ট্যাগ করে জানিয়েছেন, ‘আমরা সবে রাম মন্দিরের শিলান্যাস করেছি এবং দেশে রামরাজ্য ফেরানোর দাবি জানিয়েছি। কিন্তু পুলিশের সন্দেহজনক গতিবিধি আপনার সরকার ও বিজেপি-র ভাবমূর্তি নষ্ট করেছে।’
টুইট বার্তার প্রথমে উমা ভারতী লিখেছেন, ‘শ্রদ্ধাস্পদ যোগী আদিত্যনাথ, আপনি নিশ্চয়ই জানেন যে কোভিড পজিটিভ হওয়ার পরে বর্তমানে আমি হৃষিকেশের এইমস হাসপাতালে কোভিড ওয়ার্ডে ভরতি রয়েছি। এখানে সাত দিন হল রয়েছি এবং এই কারণেই অযোধ্যা মামলার শুনানিতে সিবিআই আদালতে উপস্থিত থাকতে পারিনি।তবে কারও সঙ্গে দেখা না হলেও টিভি-তে হাথরসের ঘটনা সম্পর্কে সংবাদে আমি চোখ রাখছি। প্রথমে ভেবেছিলাম কিছু বলব না। কিন্তু যে ভাবে পুলিশ গ্রাম ও ওই পরিবারকে আটকে রেখেছে, তাতে যতই তর্ক করা যাক ൲না কেন, সন্দেহ এড়ানো যাচ্ছে না। তিনি এক দলিত পরিবারের মেয়ে ছিলেন। পুলিশ তাঁর দেহ তড়িঘড়ি দাহ করে এবং এখন গ্রাম ও পরিবারের উপরে কার্যত পাহারা জারি করেছে পুলিশ।’
এর পর উমা জানিয়েছেন, ‘যত দূর জানি, সিট তদন্ত চলাকালীন নিগৃহীতা✨র পরিবার কারও সঙ্গে দ🌠েখা করতে পারবে না, এমন কোনও আইন নেই। এই কারণে সিট তদন্ত নিয়েও সনেদ্হ দেখা দিয়েছে।’
টুই বার্তারাজির শেষে এসে উমা লিখেছেন, ‘আপনি স্বচ্ছ ভাবমূর্তির এক শাসক😼। সংবাদমাধ্যম ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ওই পরিবারকে দেখা করার অনুমতি দিন। করকোনা ওয়ার্ডে বসে আমি অত্যন্ত অস্থির বোধ করছি। কোভিড আক্রান্ত না হলে আমিও এই সময় ওই পরিবারের সঙ্গে বসে থাকতাম। এবং এইমস হৃষিকেশ থেকে ছাড়া পাওয়ার পরে অবশ্যই ত🥂াঁদের সঙ্গে দেখা করব।’
সব শেষে উমার বার্তা, ‘বিজেপি-তে আমি 𝓡আপনার চেয়ে🐲 পুরনো এবং আপনার দিদির মতো। অনুরোধ করছি, আমার প্রস্তাবগুলি অগ্রাহ্য করবেন না।’
তাঁর টুইটগুলিতে আদিত𒅌্যনাথ ছাড়াও জাতীয় বিজেপি-কে ট্যাগ করেছেন উমা ভারতী।