পদে পদে প্রতিকূলতা। বাড়িতে বিদ্যুৎ পরিষেবা অনিয়মিত। স্মার্ট ফোন তো অনেক দূরের কথা। গোটা দেশের পড়ুয়ারা যখন অতিমারি পরিস্থিতিতে অনলাইনে ক্লাস করছিল, তখনও সেই সুযোগও পায়নি কাশ্মীরের মনদীপ সিং। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও হতাশায় ভেঙে পড়েনি কাশ্মীরের উধমপুর জেলার বাসিন্দা দশম শ্রেণির ছাত্র মনদীপ সিং। অদম্য জেদ আর ইচ্ছাশক্তির উপর ভর করে দশম শ্রেণিতে একেবারে নজরকাড়া রেজাল্ট করেছেন 🤡মনদীপ। আসলে মনের ভেতরে জ্বলতে থাকা প্রদীপটাকে সে নিভতে দেয়নি কখনও। দশম শ্রেণির পরীক্ষায় ৯৮.০৬ শতাংশ নম্বর পেয়েছে সে। তার এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন নেট নাগরিকরা।
বাবা পেশায় কৃষক। সংসারে অনটন লেগেই আছে। এর উপর লকডাউনের কাঁটা। ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে পড়ে গোটা সংসার। এদিকে বাবাকেও চাষ আবাদের কাজে সহায়তা করত মনদীপ। এর মাঝেই চলেছে পড়াশোনার কাজ। এদিকে স্কুলের অধিকাংশ ক্লাসই হয়েছে অনলাইনে। কিন্তু অনলাইন ক্লাস করার মতো পরিস্থিতি ছিল না ম🐭নদীপের। অনলাইনে শিক্ষকদের পড়া শুনে তা তৈরির করার মতো সুযোগই ছিল না তার। তবে এনিয়ে একেবারেই ভেঙে পড়েনি সে। প্রতিকূলতাকে সঙ্গী করে কীভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হয় তা আয়ত্তে এনে ফেলে মনদীপ। শুরু হয় পড়াশোনা। আর তার ফলও মনদীপ পেয়েছে হাতেনাতে। মনদীপ জানিয়েছে, নানা সমস্যার জন্য অনলাইন ক্লাসের সুযোগ নিতে পারিনি। তবে এক দাদার সাহায্যে বাড়িতেই পড়াশোনা করেছি। পড়াশোনাটা চালিয়ে গিয়েছি।