সাইকেলে চড়েই আচমকা দিল্লির এইমস হাসপাতাল পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। প্রথমে তাঁকে দেখে চিনতেই পারেননি সাধারণ মানুষ। পরে হাসপাতালের নিরাপত্তারক্ষীಞরা তাঁকে চিনতে পারেন। শুধু সাইকেলে করে ঘুরেই বেড়ালেন না রোগীদেরও খোঁজখবর নিলেন। বহু রোগীদের কাছ থেকে অভিযোগ শুনতে পেয়েই বেজায় ক্ষুব্ধ হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এরপরেই তিনি হাসপাতালের কর্মকর্তাদের প্রতি ক্ষোভ উগরে দিলেন স্বাস্থ্যমন্ত꧑্রী। তাঁর সাইকেলে চড়ে এইমস পরিদর্শন করার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে।
আরও পড়ুন: ২০১৯ সালের MBBS ব্যাচকে কি দিতে হবে N🌟ExT? বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
জানা গিয়েছে, সোমবার সকাল ৯ টার দিকে সাইকেলে চড়ে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী। এরপর তিনি সাইকেল নিয়ে সাধারণ মানুষের মতো হাসপাতাল একা হাঁটতে থাকেন।তিনি নিরাপত্তা এবং প্রোটোকল ছাড়াই বিভিন্ন বিভাগে ঘুরে বেড়ান। রোগূরী ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কি না খতিয়ে দেখেন। বিভিন্ন বিভাগে প্রায় ৪৫ মিনিট ধরে সময় কাটান মন্ত্রী। মনসুখ্র ঘনিষ্ট মহল সূত্রে জানা গিয়েছে, তিন🃏ি মাঝে মধ্যেই নিজেই গিয়ে বিভিন্ন সরকারি হাসপাতাল পরিদর্শন করেন এবং এইমসে গেলে সাইকেল চালানো সবচেয়ে সুবিধাজনক বলে মনে করেন তিনি। সেখানে হাসপাতালের একাধিক বিভাগ তিনি পরিদর্শন করেন। প্রথমে ওপিডিতে পরিদর্শন করেন। এরপর তিনি ১ নম্বর গেটে অবস্থিত আয়ুষ্মান ভারতের কাউন্টার পরিদর্শন করেন। সেখানে র🦄োগীদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথা জানতে পারেন স্বাস্থ্যমন্ত্রী।
বেশ কয়েকজনের সঙ্গে কথা ব🧔লে সমস্যার কথা জানতে পারেন তিনি। রোগীদের অনেকের অভিযোগ, তাদের চিকিৎসার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে হচ্ছে অথচ তারা পরিষেবা পাচ্ছেন না। এক রোগীর অভিযোগ, তিনি তিনদিন ধরে এইমস হাসপাতালে ঘুরছেন। কিন্তু চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। আবার হাসপাতালে কর্মীদের ও আচরণ ভালো নয় বলেও অভিযোগ করেন অনেক রোগী। তারপরে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের আধিকারিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রীর এই পদক্ষেপের প্রশংসা করেছেন নেটিজেনদের অনেকেই। তাদের মতে, এরফলে আরও ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া যায়। এর পাশাপাশি এদিন হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈ🤡ঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে পশ্চিমবাংলার স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। সেই বৈঠকে আয়ুষ্মান ভারতের বিষয়ে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে বলে জানান। মন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ মানের চিকিৎসা🔯 পরিষেবা যাতে রাজ্যের সকল মানুষের কাছে পৌঁছয়, সেটা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করেছি।’