সাহারা ইন্ডিয়ায় বিনিয়োগ করে টাকা হারিয়েছেন বহু। এখনও অনেকের টাকা আটকে সাহারাতে। তবে সরকার বিনিয়োগকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার কাজ জারি রেখেছে এখনও। সাহারায় আটকে পড়া টাকা বিনিয়োগকারীদের ফেরানো প্রসঙ্গে সংসদেও মুখ খুলেছিলেন কেন্দ্রীয় মন্ত♈্রী। এই আবহে এবার সাহারায় টাকা খোয়ানো বিনিয়োগকারীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল পড়শি রাজ্য ঝা💟ড়খণ্ড।
জানা গিয়েছে, ঝাড়খণ্ড সরকারের চালু করা এই নম্বরে সাহারা সংক্রান্ত অভিযোগ বাদ দিয়েও অন্যান্য নন ব্যাঙ্কিং সেক্টর এবং সমবায় সমিতি সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। ঝাড়খণ্ড সরকারের𒁃🍸 অর্থ বিভাগের তরফে এই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। চালু করা নম্বরটি হল – ১১২। এই হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন বিনিয়োগকারীরা।
উল্লেখ্য, সম্প্রতি সাহারা প্রসঙ্গ উত্থাপিত হয়েছিল সংসদেও। অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সাহারা প্রসঙ্গে সংসদে জানান, এখনও পর্যন্ত সেবি সাহারায় বিনিয়োগ করা ব্যক্তিদের ১৩৮.০৭ কোটি টাকা ফিরিয়ে দিয়েছে। এই আবহে ধাড়খণ্ডের বিধানসভায় সাহারা প্রসঙ্গে বিধায়ক নবীন জয়সওয়াল বলেন, সাহারায় কাজ করতেন এমন প্রায় ৬০ হাজার মানুষ এখনও অসহায়। তাদের কাছে পাওনাদাররা তাদের বিনিয়োগ করা টাকা ফেরত চাইতে আসে। উভয় পক্ষই তিতি বিরক্ত এই গোটা বিষয়টি নিয়ে। তিনি আরও দাবি করেন, ঝ🅷াড়খণ্ডের তিন লাখেরও বেশি মানুষের ২৫০০ কোটি টাকা আটকে নন-ব্যাঙ্কিং সংস্থাগুলিতে।