প্রিয়াঙ্কা দেব বর্মননতুন বাংলা বছরের প্রথম দিন। শনিবার ইলিশ মাছের জন্য ভর্তুকি ঘোষণা করেছিল ত্রিপুরা সরকার। মহারাজাগঞ্জ বাজারে রাজ্য মৎস্য দফতরের আউটলেটে এই ভর্তুকিতে ইলিশ মাছ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। আর সরকারের এই উদ্যোগে অত্যন্ত খুশি ত্রিপুরার বাসিন্দারা। এর জেরে কিছুটা সস্তা হয়ে যায় ইলিশ। অনেকের পক্ষেই চড়া দামে ইলিশ কেনা সম্ভব হয় না। তাঁদের নাগালের মধ্যে চলে আসে দাম। যার জেরে অনেকেই এদিন ইলিশ কিনে খুশি মনে বাড়ি ফিরেছেন।তবে এবারই প্রথম নয়। এর আগেও এর আগেও স্থানীয় যে মাছগুলি রয়েছে সেগুলি কিছুটা কম দামে এই আউটলেট থেকে বিক্রির নজির রয়েছে। এতে কিছুটা হলেও স্বস্তি হয় আম জনতার।তবে এবার একেবারে ইলিশে দামে ছাড়। তবে বিজেপি -আইপিএফটি ক্ষমতায় আসার পর থেকেই ত্রিপুরায় ইলিশের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তার সুফল পেলেন আম জনতা।নতুন বছরের প্রথম দিন বাজার করতে এসেছিলেন দেবাঞ্জন ভৌমিক নামে এক ব্যক্তি। তিনি বলেন,আমি দু সপ্তাহ আগে ১৫০০ টাকায় ১.২ কেজি সাইজের ইলিশ কিনেছিলাম। আর আজ এক কেজি ইলিশ পেয়েছি ১,০৭০ টাকায়। সস্তায় একাধিক ছোট সাইজের ইলিশও রয়েছে। নববর্ষে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ে সেখানে এই উদ্যোগ যথেষ্ট ভালো।এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দেন। সকলের মঙ্গল কামনা করেন। তিপরা মোতার প্রধান প্রদ্যোৎ কিশোর মানিক্য দেব বর্মা পয়লা বৈশাখ উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এদিন শুভেচ্ছা জানিয়েছেন।