হিমাচল প্রদেশের মুখ্য়মন্ত্রীর আসনে বসলেন সুখবিন্দর সিং সুখু। রবিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি। একাধিকজন দাবিদার ছিলেন ওই পদের। তার মধ্যে অন্যতম মুকেশ অগ্নিহোত্রী উপমুখ্যমন্ত্রী হিসাবে দ𝐆ায়িত্ব পেলেন। বিজেপিকে হারিয়ে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। আর সেই কংগ্রেস পরিচালিত সরকারের ক্য়াপ্টেনের সিটে বসলেন সুখবিন্দর সিং সুখু। ৬৮টি আসনের মধ্যে কংগ্রেসের দখলে গিয়েছে ৪০টি সিট।
সিমলাতে এদিন তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী প্রমুখ। এদিকে হিমাচলের মুখ্যমন্ত্রীর পদের অন্য়তম দাবিদার ছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি প্রতিভা সিং। কিন্তু তিনি শেষ পর্যন্ত ওই পদে বসতে প൲ারেননি। এদিন সুখবিন্দর সিং প্রতিভা সিংকে শুভেচ্ছা জানান।
আসলে মুখ্যমন্ত্রীর পদকে ঘিরে দ্বন্দ🌌্বের মেঘ ঘনিয়েছিলেন হিমাচলে। প্রতিভা সিংয়ের অনুগামীরা নানাভাবে চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। পার্টির হাই কমান্ড ও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কা🌼ছে নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এরপরই শপথ নেওয়ার আগে প্রতিভা সিংয়ের বাড়়িতে যান সুখবিন্দর। সেখানে গিয়ে তিনি শুভেচ্ছা জানান।
এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে দেখা যায় উল্লাসে ফেটে পড়েছেন কংগ্রেস সমর্থকরা। রীতিমতো বাদ্য়যন্ত্র বাজিয়ে আননꦫ্দে মেতে ওঠেন তারা।
হিমাচল প্রদেশের নয়া মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আমরা এবার ১০টি প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেগুলি পালন করতে আমরা বদ্ধপরিকর। আমরা স্বচ্ছ ও সততার সরকার উপহার দেব।প্রথ🌄ম ক্যাবিনেট মিটিংয়েই আমরা ওল্ড পেনশন স্কিম চালু করব।
ডেপুটি সিএম জানিয়েছেন, কংগ্রেস আর কোনও রাজ্যে ক্ষমতায় আসবে না। কিন্তু হিমাচল প্রদেশে আমরা বিজেপির বিজয় রথক🧸ে থামি꧅য়ে দিয়েছি।