ফ্লোটিং ইন্টারেস্ট রেট নিয়ে সাবধানহোম লোনে ফ্লোটিং রেটে সুদের হারের অপশন বেছে নিলে সেক্ষেত্রে সুদের হার কমলে দারুণ লাভ হতে পারে। কিন্তু এতে ভয়ের জায়গাও আছে। সুদের হার বেড়ে গেলে আপনার EMI-ও বেড়ে যাবে। তখন কিন্তু পকেটে টান পড়তে পারে। তাই কতটা পর্যন্ত সুদ বাড়তে পারে, তার আন্দাজ করে তবেই এই পথে যান।বেশি সময় নেবেন নাঅনেকে ভাবছেন এখন যা সুদের হার! কয়েকদিন অপেক্ষা করে যাই। কিন্তু বিশেষজ্ঞদের মতে, আগামী এক বছরে খুব বেশি সুদের হার কমার সম্ভাবনা নেই। বরং তা আরও বাড়তে পারে। ফলে যদি ডাউনপেমেন্টের টাকা জমে গিয়েই থাকে, তবে আর বেশি সময় নেবেন না।এক্সটেনশন করার আশায় থাকবেন নাসুদের হার বাড়লে অনেকে ভাবেন ঋণের মেয়াদ/সময়কাল বাড়িয়ে নেব। তবে এরও সীমাবদ্ধতা আছে। মেয়াদ বাড়ানোর আগে আপনার বয়স, এই বাড়িতে কতদিন বাস করবেন, মূল্যবৃদ্ধির হার -ইত্যাদি সব হিসাব করে নেবেন। তাছাড়া এভাবে মেয়াদ বাড়াতে গেলে উল্টে আপনার খরচ আরও বেশি হতে পারে।সুযোগ পেলেই প্রি-পেমেন্ট করুনমেয়াদ লম্বা হতেই পারে। কিন্তু হাতে কিছু অতিরিক্ত টাকা পেলেই 'প্রি-পেমেন্ট' করুন। ঋণের বোঝা কমানোর চেষ্টা করুন।