স্বাধীনতা দিবস উপলক্ষে সালামি তোপ দাগা হয়ে থাকে প্রতিবছরই। এবছরও কোনও ব্যতিক্রম ছিল না। তবে এই রীতিতে এসেছে একটি বদল। এই প্রথম ভারতে তৈরি কামান থেকে দাগা হল ২১টি সালামি তোপ। এতবছর ধরে বিদেশে তৈরি কামানেই এই তোপ দাগা হত। আজ প্রধানমন্ত্রীর ভাষণেও সেই ঘটনার উল্লেখ ছিল। পাশাপাশি আত্মনির্ভরতার মন্ত্র গ্রহণ করায় তিনি সেনাবাবহিনীকে ধন্যবাদ জানান লাল কেল্লার মঞ্চ থেকে। (আরও পড়ুন: আগামী ২৫ বছরে🎃র নীল নকশা থেকে নেহ🦋রু স্মরণ, একনজরে মোদীর ‘স্বাধীনতা মন্ত্র’)
বꦺিগত ৭৫ বছর ধরে ঐতিহ্যবাহী ব্রিটিশ কামান থেকে দাগা হত ২১ সালামি তোপ। তবে দেশএর ৭৬তম স্বাধীনতা দিবসে সেই রীতি ভেঙে দেওয়া হয়। আজ সকালে সালামি তোপ দাগতে ব্যবহার করা হয় ভারতে তৈরি হাউইৎজার কামান। ভারত সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে এই হাউইৎজার তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে দেশের প্রতিরক্ষা খাতকে আরও স্বাবলম্বী করে তুলতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেই মতো ডিআরডিও-র আর্টিলারি গান সিস্টেমের প্রকল্প শুরু হয়েছিল ২০১৩ সালে। পুরোনো কামানের জায়গায় নতুন ১৫৫ মিমি কামান আনার জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল। ভারত ফোর্জ লিমিটেড এবং টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের সঙ্গে মিলে ডিআরডিও এই হাউইৎজার তৈরি করে। এই কামান ৪৮ মিকি দূর পর্যন্ত লক্ষ্য ভেদ করতে পারে।
আরও পড়ুন: ১৯৪৭ সালে ১০ কিলো সোনার দাম আজকের দিনের বিমান টিকিটের থেকে সস্তা ছিল!