৫ লক্ষ উড়ানের টিকিট বিতরণ করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে! হ্যাঁ, এমনই দুর্দান্ত অফার হংকংয়ের। বিশ্বব্যাপী পর্যটন কেন্দ্র হিসাবে হংকংকে তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছে সেখানকার সরকার। এই বিষয়ে সরকারি বিবৃতির উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে ব্লুমবার্গ। তাতে বলা হয়েছে, 'হ্যালো হংকং' প্রচারাভিযানের অংশ হিসাবে এই বিনামূল্যের টিকিট বন্টন করা হবে। হংকংয়ের জননেতা জন লি এর দায়িত্বে থাকবেন। আরও পড়ুন: Vande Metro: জুড়ে যাবে শহরতলি! বন্দে ভাওরতের ছোট ভার্সান 'বন্দে মেট্রো' আনছে রেল
এই স্কিমের অধীনে শহরে প্রায় ২০০টিরও বেশি ইভেন্টের আয়োজন করা হবে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ এবং এইচকে এক্সপ্রেস বিমান সংস্থার মাধ্যমে সিংহভাগ ফ্রি টিকিট বিতরণ করা হবে। কিছু কিছু ট্রাভেল এজেন্সিকেও এই ফ্রি টিকিট দেওয়া হবে। তারা আন্তর্জাতিক পর্যটকদের হাতে সেই টিকিট তুলে দিতে প🎃ারবে।
২০১৯ সালের প্রবল আন্দোলন। রাজনৈতিক অস্থিরতা। করোনা মহামারী। একের পর এক ধাক্কায় বর্তমানে হংকংয়ের পর্যটন অনেকটাই স্তিমিত। সেই জায়গাটিই সংশোধনের চেষ্টা করা হচ্ছে। এই বিনামূল্যে টিকিট ও পর্যটনꦺ ইভেন্টের মাধ্যমে শহরের ভাবমূর্তি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে হংকংয়ের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে।
পℱ্রতিবেদনে বলা হয়েছে, চিন তো বটেই, সেই সঙ্গে এশিয়ার বিভিন্ন 🥀দেশে সেই টিকিট বন্টন করা হবে। এর পাশাপাশি ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও সীমিত সংখ্যক বিনামূল্যের টিকিট প্রদান করা হবে।
২০২২ সালে হংকংয়ের পর্যটন কিছুটা ছন্দে ফিরেছে। গত বছর সেখানে প্রায় ৬ লক্ষ পর্যটক গিয়েছিলেন। তার আগের বছরটা খুবই খারাপ কেটেছিল। সেই বছর হংকং বেড়াতে গিয়েছিলেন মাত্র ৯১ হাজার মানুষ। কিন্তু আগের পরিসংখ্যান জানলেꦬ অবাক হবেন। মহামারী, আন্দোলন ইত্যাদির আগের সময়ে, সেখানে বছরে প্রায় ৫.৬ কোটি পর্যটক আসতেন। পর্যটন কেন্দ্রের তালিকায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংককের সঙ্গে একই তালিকায় আসত হংকংও। সেই সময়ে হংকং এশিয়ার꧅ ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর ছিল।
এই পদক্ষেপের মাধ্যমে হংকংয়ের পর্যটনকে ফের উত্সাহিত করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই সেখানে কোভিড পরীক্ষা নিয়ে কড়াতড়ি এবং চিনা পর্যটকদের জন্য আলাদা নিয়মাবলী শিথিল করা হয়েছে। ফলে এই উদ্যোগের মাধ্যমে হংকংয়ের পর্যটন ফের স্বাভাবিক পর্যায়ে ফিরবে বলে আশা করছে প্রশাসন। আরও পড়ুন: আদানিকে কত 🐼টাকা দেওয়া হয়েছে? ব্যাঙ্কগুলিকে জানাতে বলল RBI - রিপোর্ট
🍷এই খবরটি আপ♋নি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক