রা꧃জনৈতিক সংকটের আবহে, ꧙বৃহস্পতিবার পাকিস্তানবাসীর উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী ইমরান খান। আর সেই বার্তায় বারবারই উঠে এল 'আমি', 'আমাকে' এবং 'আমার' -এই তিনটি শব্দ।
বুঝতে সমস্যা হচ্ছে? তাহলে একটু ব্যাখ্যা করা যাক।
রবিবার সংসদে অনাস্থা ভোটের বিতর্কের আগে ইমরান তাঁর দফতর থেকে বার্তা দেন। একটি লাইভ সম্প্র🐈চারিত ভাষণে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
এদিনের ভাষণে বারবার দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিতে গ𓄧িয়ে নিজের কথাই বলতে থাকেন ইমরান। তাঁর এই 'আমিত্ব' চোখে পড়েছে সমর্থকদের। কেউ কেউ বলছেন, 'পাক প্রধানমন্ত্রী একজন নার্সিসিস্ট। তাই খালি নিজেকে ছাড়া কিছুই ভাবতে পারেন না।'
ঠিক কতবার নিজের বিষয়ে বলেছেন ইমরান? এক টুইটার ব্যবহারকারী এর হিসাবও দিয়েছেন। তিনি টুইটে বলেছেন, ৪৬ মিনিটের। তার মধ্যে ৮৮ বার 'আমি' উচ্চারণ করেছেন ইমরান। তার পাশাপাশি ১৬ বার 'আমাকে' এবং ১১ বার 'আমার' উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধඣানমন্ত্রী। এমনকি নিজের নামটাই ১৪ বার নিজেই বলেছেন তিনি।
ইমরান খানকে বিরোধী দলগুলি অপশাসন এবং অর্থনৈতিক অব্যবস্থায় জন༺্য দায়ী করেছে। তাঁদের দাবি, নিজের ভুল শিকার করে পদত্যাগ করুন ইমরান।
একই সঙ্গে এদিন তিনি দাবি করেন এক শত্রু দেশ থেকে এই বার্তা ছড়ানো হচ্ছে। তাতে তাঁকে অপসারণের উস্কানি দেওয়া হচ্ছে। অন্যথায় পাক🐎িস্তানকে হুমকি দিচ্ছে সেই দেশ।ꦑ কিন্তু নিজের অবস্থানে অনড় ইমরান। তিনি পদত্যাগ করবেন না। বরং একটি ক্রিকেটীয় রূপক দেন তিনি। প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘শেষ বল পর্যন্ত খেলে যাব।’