মোদী ৩.০-র প্রথম পূর্ণাঙ্গ বাজেটে নয়া আয়কর কাঠামোর ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। এতদিন যে আয়কর কাঠামো ছিল, তার আমূল পরিবর্তন করেনি। আগে যা ছিল, তাতেই কিছুটা রদবদল করে নয়া আয়কর কাঠামোর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর সেই নয়া কাঠামোর ফলে ক🌄রদাতাদের আয়কর বাবদ যে টাকা দিতে হয়, সেটা কমে যাবে। সীতারামন জানিয়েছেন, আয়কর কাঠাꦰমোয় যে যে পরিবর্তন করা হয়েছে, তার ফলে বেতনভুক কর্মচারীদের ১৭,৫০০০ টাকা বাঁচবে। নয়া আয়কর কাঠামোর পাশাপাশি স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে।
নয়া আয়কর কাঠামো
১) ৩ লাখ টাকা পর্যন্ত: শূন্য।
২) ৩,০০,০০১ লাখ টাকা থেকে ৭ লাখ টাকা: ৫ শতাংশ।
৩) ৭,০০,০০১ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা: ১০ শতাংশ।
৪) ১০,০০,০০১ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা: ১৫ শতাংশ।
৫) ১২,০০,০০১ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা: ২০ শতাংশ।
৬) ১৫ লাখ টাকার ঊর্ধ্বে: ৩০ শতাংশ।
চ্যালেঞ্জ নিয়েই ঐতিহাসিক বাজেট পেশ নির্মলার
মোদী ৩.০-র প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ কর𒉰েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যিনি একটানা সপ্তমবার বাজেট পেশ করে ইতিহাস গড়লেন। আর সেই ঐতিহাসিক বাজেটের গুরুত্ব অত্যন্ত বেশ𝄹ি। কারণ এরকম পরিস্থিতিতে প্রথমবার বাজেট পেশ করল মোদী সরকার। আগে যতবার বাজেট পেশ করেছে, ততবার লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির।
এবার সেটা নেই। ফলে রা🐎জনৈতিক বাস্তব এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের ভারসাম্য রক্ষা করে সীতারামনকে যে বাজেট পেশ করতে হল, তাতে মন জুগিয়ে চলতে হল জেডিইউ (বিহারের শাসক জোটের মূল দল) এবং টিডিপির (অন্ধ্রপ্রদেশের শাসক জোটের মূল দল)। যে দু'দলের সমর্থন নিয়ে কেন্দ্রে সরকার গঠন করতে হয়েছে বিজেপিকে। সেই পরিস্থিতিতে বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষভাবে অসংখ্য ঘোষণা করলেন সীতারামন। পূর্ব ভারতের জন্য যে বিশেষ ঘোষণা করলেন, তাতেও বিহার ছেয়ে থাকল।
'২০৪৭-র মধ্যে বিকশিত ভারতের ভিত্তিপ্রস্তব স্থাপন এই বাজেটের'
মোদী ৩.০-র প্রথম পূর্ণাঙ্গ বাজেট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'দেশের মানুষকে আমি বিভিন্ন গ্যারান্টি দিয়েছি। আর সেইসব গ্যারান্টিকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই হল আমাদের মিশন। অমৃতকালের জন্য এটা গুরুত্বপূর্ণ বাজেট। আমাদের সরকারের আগামী পাঁচ বছরের দিক নির্দেশ করবে এই বাজেট। (২০৪৭ সালের মধ্যে) বিকশিত ভারত গড়ে তোলার যে স্বপ্ন আছে আমাদের,🍷 সেটার๊ শক্তিশালী ভিত্তিপ্রস্তর হবে এবারের বাজেট।'