অ্যাপের মাধ্যমে রান্নার গ্যাসের বুকিং করলে মিলবে সর্বাধিক ৫০ টাকা ছাড়া। আইসিআইসিআই ব্যাঙ্কে🔯র পকেট ওয়ালেটস অ্যাপে সেই সুযোগ মিলছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি মাসে যে গ্রাহকরা প্রথমবার আইসিআইসিআই ব্যাঙ্কের পকেট ওয়ালেটস 🌞অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং করবেন, তাঁদের ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। সর্বাধিক ৫০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এই সুযোগ মিলবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
কীভাবে ছাড় মিলবে?
১)ডাউনলোড করুন।
২) ‘Pay Bill’ অপশনে ক্লিক করুন।
৩) ‘Choose Billers’ অপশনে গিয়েജ ‘More’-এ ক্লিক করুন।
৪) আপনি যে সংস্থার সিলিন্ডার নেন, তা বেছে নিন।
৫) ন🦹িজের কনজিউমার নম্বর, মোবাইল নম্বর🦋ের মতো প্রয়োজনীয় তথ্য দিন।
৬) প্রোমো কোড হিসেবে দিন ‘PMRJAN2021’।
৭) গ্যাসের দাম যা পড়ছে, সেই টাকা জমা দিন।
৮) টাকা দেওয়ার ১০ দিনের মধ্যไে ক্যাশব্যাক দেওয়া হবে। ১০ শতাংশ বা সর্বাধিক ৫০ টাকা আইসিআইসিআই ব্যাঙ্কের পকেট ওয়ালেটস ফিরিয়ে দেওয়া হবে।
এমনিতে ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, জানুয়ারিতে ♈কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম পড়ছে ৭২০.৫০ ট🌌াকা। দিল্লি ও মুম্বইয়ে দাম পড়ছে ৬৯৪ টাকা। চেন্নাইয়ে ১৪.২ কেজি সিলিন্ডার কিনতে ৭১০ টাকা খরচ পড়বে। তার আগে গত বছর ১ এবং ১৫ ডিসেম্বর ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৫০ টাকা করে বাড়ানো হয়েছিল।