চক্রধরপুরে লাইনচ্যুত হয়ে গেল হাওড়া-মুম্বই মেলের একাধিক বগি। 'হিন্দুস্তান টাইমস' গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী,, আজ ভোররাতে (রাত ৩ টে ৪৫ মিনিট নাগাদ) ঝাড়খণ্ডের চক্রধরপুরের রাজখরসাওয়ান এবং বরাবাম্বুর মধ্যে লাইনচ্যুত হয়ে গিয়েছে ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এক্সপ্রেস। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ১৮টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনায় কমপক্ষে ছ'জন আহত হয়েছেন। যদিও ঠিক কীভাবে সেই দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে এখনও ভারতীয় রেলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। আপাতত উদ্ধারকাজের উপরে জোর দেওয়া হচ্ছে বলে রেল সূত্রে খবর। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন চক্রধরপুরের অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার। দুটি রিলিফ ট্রেন পাঠানো হচ্ছে। ইতিমধ্যে একটি রিলিফ ট্রেন পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। একটি মহলের দাবি, ট্রেনের একাধিক কামরা লাইনচ্যুত হয়ে গিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা🌌 একটি মালগাড়িতে ধাক্কা মꦕেরেছে।
আহতদের শারীরিক অবস্থা কেমন আছে?
'লাইভ হিন্দুস্তান'-র প্রতিবে♔দন অনুুযায়ী, যাঁরা আহত হয়েছেন, তাঁদের চক্রধরপুরের রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে আছে অ্যাম্বুলেন্স এবং রেসকিউ টিম। রেল আধিকারিকরা জানিয়েছেন যে আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে যে আহতদের ফার্স্ট-এড দিয়েছে রেলের মেডিক্যাল টিম।
দুর্ঘটনার পরে চালু হওয়া হেল্পলাইন নম্বর
১) হাওড়া: 9433357920 এবং 03326382217।
২) হাওড়া হেল൩্পডেস্ক: 033-26382217 এবং 9433357920।
৩) শালিমার হেল্পডেস্ক: 6295531471 এবং 7595074427
৪) খড়্গপুর হেল্পডেস্ক: 03222-293764।
৫) চক্রধরপুর: 06587 238072
৬) টাটানগর: 06572290324।
৭) রৌরকেল্লা: 06612501072 এবং 06612500244।
৮) রাঁচি: 0651-27-87115।
৯) মুম্বই: 022-22694040।
১০) ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস: 55993।
দেরিতে ছাড়বে ট্রেন
দুর্ঘটনার মধ্যেই দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানা🍸নো হয়েছে, ডাউন ট্রেন দেরিতে আসায় হাওড়া থেকে দুটি আপ ট্রেন ছাডไ়তে দেরি হবে।
১🥂) ১২০২১ হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস: সকাল ৬ টা ২০ মি🐻নিটে হাওড়া থেকে যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা বেলা ১২ টা ২০ মিনিটে ছাড়বে। ডাউন ট্রেন আট ঘণ্টা দেরিতে আসায় দেরিতে ট্রেন ছাড়বে।
২) ১♑২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলুকনামা এক্সপ্রেস: সকাল ৮ টা ৩০ মিনিটে ছাড়ার কথা ছিল। ডাউন ট্রেন দেরিতে আসায় সকাল ১১ টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।