Hindustan Times Leadership꧋ Summit-এ ( HTLS 2020) অংশগ্রহণ করে দেশ ও দশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কীভাবে ভারত সন্ত্রাসদমনে আরো প্রক্রিয়া আঁটোসাটো করেছে, কীভাবে চিনের আগ্রাসন ঠেকাচ্🦋ছে, সেই নিয়েও কথা বলেন তিনি। কিন্তু যেটা সাধারণত বলেন না, মোদী ক্যাবিনেটের অভ্যন্তরে কীভাবে কাজ হয়, এদিন সেই নিয়ে আলোকপাত করেন বর্ষীয়ান বিজেপি নেতা।
তাঁকে জিজ্ঞেস করা হয় যে এটা কি ঠিক যে সবকিছু একটা জায়গা থেকেই পরিচালিত হয়। রাজনাথ সিং তখন বলেন যে কথাটা একেবারেই ভুল। মোদীর প্রথম ক্যাবিনেটে তিনি ছিলেন গৃহমন্ত্রী।এখন প্রতিরক্ষার দায়িত্বে। এই দুই মন্ত্রকে তাঁর অভিজ্ঞতার কথা স্মরণ করে রাজনাথ সিং বলেন যে পিএমও অর্থাৎ প্রধানমন্🐎ত্রীর দফতর থেকে কোনও হস্তক্ষেপ করা হয় না।
যেসব ইস্যুতে তাঁর মনে হয় যে পরামর্শ করে নেওয়া উচিত, সেগুলিতে তিনি প্রধানমন্ত্রীর🤪 সঙ্গে আলোচনা করে নেন বলে জানান রাজনাথ সিং। এছাড়াও কিছু খুব গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে শলা-পরামর্শ করেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান রাজনাথ। অর্থাৎ দৈনিক কাজের ক্ষেত্রে যে কোনও হস্তক্ষেপ নেই, সেটা স্পষ্ট করে দেন তিনি। কেউ চাইলে যাচাইও করে নিতে পারে, বলেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর কথায়, অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবে না, কিন্তু এটাই সত্যি।