মমতা বন্দ্যোপাধ্যায় কোনও চ্যালেঞ্জই নয়। নরেন্দ্র মোদীর সামনে জনভিত্তির সামনে কেউ টিকতে পারবেন না। এমনই দাবি করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর দাবি, দ্বিতীয় হওয়ার জন্য লড়াই করবেন মমতারা।শুক্রবার ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে’ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘মোদীর সামনে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও চ্যালেঞ্জই নয়। মোদীর জনভিত্তি এতটাই যে তাঁর সামনে কেউ টিকতে পারবেন না। এখন দু'নম্বরে কে থাকবেন, সেটার জন্য লড়াই হবে। কংগ্রেস থাকবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই লড়াই করে নিক।’তবে শুধু তৃণমূল কংগ্রেস সুপ্রিমো নয়, কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীকেও আক্রমণ শানান শিবরাজ। তিনি জানান, রাহুল যে কথা বলেন, তাতে বেশি গুরুত্ব দেন না। তিনি মাঠে নামেন না। তাঁর যাবতীয় কার্যকলাপ টুইটারেই সীমাবদ্ধ থাকে। বরং তিনি কংগ্রেস-শাসিত রাজ্যেই নিজের দলের নেতাদের সম্মান দিচ্ছেন না রাহুল। শিবরাজের কথায়, ‘আমি রাহুল গান্ধীকে সিরিয়াসলি দেখি না। তিনি তো কোনওদিন জমিও দেখেননি, গ্রামও দেখেননি। যেভাবে তিনি বিবৃতি দেন সেটা দেশের মানুষ কিংবা কৃষকরা বিশ্বাস করেন না।’ সেইসঙ্গে তাঁর খোঁচা, ‘যে কংগ্রেসের রাহুল গান্ধীর মতো এমন নেতা আছে, সেই দলের আর কোনও শত্রুর প্রয়োজন নেই। দেখুন পঞ্জাবে ওরা কী করল! অমরিন্দর সিংকে দিয়ে তো ভালোই চলছিল। তারা কোথা থেকে উপদেশ পান আমি জানি না।’