ꦏভারতে এখনও আসেনি করোনাভাইরাসের XE ভ্যারিয়েন্ট। সরকারি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানাল সংবাদসংস্থা এএনআই। ওই সূত্রকে উদ্ধৃত করে এএনআই বলেছে, ‘আপাতত যা তথ্য আছে, তাতে প্রমাণ হচ্ছে না যে ওটা XE ভ্যারিয়েন্ট।’ বিষয়টি নিয়ে এ𒈔খনও কেন্দ্রের তরফে মুখ খোলা হয়নি।
বুধবার সংবাদসংস্থা এএনআই-সহ একাধিক প্রতিবেদনে জানানো হয়, ভারতেও হদিশ মিলেছে করোনাভাইরাসের XE ভ্যারিয়েন্টের। মুম্বইয়ে ৫০ বছরের এক মহিলার শরীরে সেই হাইব্রিড কোভিড XE-র হদিশ পাওয়া গিয়েছে। যে ধরনের সংক্রমণ এখন বিজ্ঞানীদের কাছে উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে। বৃহন্মুম্বই পুরনিগমের একাদশ জিনোম সিকোয়েন্সিংয়ে একজনের শরীরে করোনাভাইরাসের XE ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গিয়েছে। অপর একজনের শরীরে কাপ্পা ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। মোট ২৩০ টি নমুনা পরীক্ষা করে♊ছিল বৃহন্মুম্বই পুরনিগম। ২২৮ জনের শরীরেই ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে বলে একাধিক রিপোর্টে জানানো হয{
কার শরীরে হাইব্রিড কোভিড XE-র হদিশ পাওয়া গিয়েছ?
একাধিক রিপোর্ট অনুযায়ী, ৫০ বছরের এক মহিলা হাইব্রিড কোভিড XE-তে আক্♋রান্ত হয়েছেন। করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন তিনি। তাঁর কোনও উপসর্গ নেই। নেই অন্যান্য রোগও (কো-মর্বিডিটি)। গত ১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছিলেন। তার আগে অন্য কোথাও ভ্রমণের ইতিহাস নেই। ভারতে আসার পর তাঁর করোনা পরীক্ষা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে ২ মার্চ রুটিন করোনা পরীক্ষা করিয়েছিলেন মহিলা। রিপোর্ট পজিটিভি আসায় তাজ ল্যান্ডস এন্ডের রুমে নিভৃতবাসে রাখা হয়েছিল। পরদিন অবশ্য অপর একটি টেস্ট করা হয়েছিল। তাতে রিপোর্ট নেগেটিভ এসেছিল। যদিও কিছুক্ষণ পরে এএনআই জানিয়েছে, সরকারি সূত্র দা𝄹বি করেছেন যে আপাতত করোনাভাইরাসের XE ভ্যারিয়েন্ট চিহ্নিত হয়নি।
Hybrid Covid কী?
এটা করোনাভাইরাসের নয়া কোনও রূপ নয়। বরং করোনার♊ জোড়া রূপের সংক্রমণকে Hybrid Covid বলছেন বিশেষজ্ঞরা। যা এখন বিশেষজ্ঞদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। প🌳্রথমে মূলত ডেল্টা এবং ওমিক্রনের যুগ্ম সংক্রমণকেই Hybrid Covid বলা হচ্ছিল। কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন, সবমিলিয়ে তিন ধরনের হাইব্রিড কোভিড রয়েছে। তার মধ্যে একটি তথা XE (ওমিক্রন BA.1 এবং BA.2-এর যুগ্ম সংক্রমণ) নিয়ে উদ্বেগের কারণ রয়েছে। যা ওমিক্রনের থেকে ৯.৮ শতাংশ বেশি সংক্রামক।
ভারতে কি উদ্বেগের কিছু আছে?
বিশেষজ্ঞদের মতে, একজন যদিও বা আক্রান্ত হন, তাহলে বলা যা🎐বে না যে ভারতে কোভিড XE-র দাপ🌟ট বাড়বে। যিনি আক্রান্ত হয়েছেন, তিনি দু'মাস আগে ভারতে এসেছিলেন। ফলে ভারতের আপাতত উদ্বেগের কিছু নেই। শুধু সতর্ক থাকতে হবে।