পুরোপুরি শান্ত হয়নি। তবে পয়গম্বর নিয়ে সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের 'বিতর্কিত মন্তব্যের' জেরে যেভাবে হায়দরাবাদ উত্তপ্ত হয়ে উঠেছিল, তা কিছুটা নিয়ন্ত্রণে এসেছ🅠ে। তারইমধ্যে আজ দুপুর রাজাকে বাড়ি থেকে ফের গ্র𒉰েফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাজা সিংকে গ্রেফতার করা হয়েছি🌌ল। তবে গ্রেফতারির ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি থাকায় জামিন পেয়ে যান রাজা। তবে পয়গম্বর নিয়ে 'বিতর্কিত মন্তব্যের' জন্য সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ বাড়তে থাকে। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে রাজার বাড়ি ঘিরে ফেলে পুলিশ। তারপর তাঁকে ফের গ্রেফতার করা হয়েছে।
হায়দরাবাদের পরিস্থিতি
গত সো🎃মবার পয়গম্বর নিয়ে সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কের বিরুদ্ধে 'বিতর্কিত মন্তব্যের' অভিযোগ ওঠে। তারপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে হায়দরাবাদ। মঙ্গলবার এবং বুধবার পুরনো হায়দরাবাদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার এবং বুধবার পুরনো হায়দরাবাদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষত বুধবার শাহহালিবান্দায় বিক্ষোভকারীরা বিতর্কিত স্লোগান তোলেন। দোকানপাট বন্ধ করে রাস্তা আটকে দেন বিক্ষোভকারীরা।&nb♋sp;
তেলাঙ্গানা টু'ডের প্রতিবেদন অনুযায়ী, রাতে শাহহালিবান্দায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শাহহালিবান্দায় পাথর ছোড়া হয়। পাথর ছোড়ার খবর মি🅷লেছে মুঘলপুরা থেকেও। প্রায় ৮০ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তাছাড়া মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে পরিস্থিতি। নিউজ মিনিটসের প্রতিবেদন অনুযায়ী, শাহ আলি বান্দায় লাঠিচার্জ করেছে পুলিশ। তাতে কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহিরাগতরা পাথর ছুড়েছে।
সেই পরিস্থিতিতে তেলাঙ্গ🌜ানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও কড়া পুলিশি নিরাপত্তার নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে যাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি নꦬষ্টের চেষ্টা করবেন, তাঁদের কোনওভাবে রেয়াত করা হবে না বলে জানিয়েছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ মতো কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হায়দরাবাদ। চারমিনারের সামনে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
উল্লেখ্য, ইউটিউবে পোস্ট করা ভিডিয়োয় টি রাজা বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। সেই ভিডিয়ো ভাইরাল হতেই শহরের বিভিন্ন থানা ঘিরে বিক্ষোভ শুরু হয়৷ ভিডিয়োয় দেখা যায়, হায়দরাবাদের গোষমহল বিধানসভা কেন্দ্রের দুবারের বিধায়ক স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকির কাজকে কটাক্ষ করছেন। সেই সময়ই পয়গম্বরকে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ।🍬 এদিকে সাসপেন্ড হওয়া বিজেপি নেতার অভিযোগ ছিল, ফারুকি🌃 তাঁর শোয়ে হিন্দু দেবতাদের অপমান করেছেন।