T raja singh
সেরা খবর
সেরা ভিডিয়ো
ফেসবুক কি ভ🍨ারতে পক্ষপাতিত্ব করছে বিজেপির হয়ে। এই প্রশ্ন নিয়েই এখন তোলপাড় দিল্লির রাজনীতি। কিন্তু প𒆙্রায় সবকিছুর মতোই এটি বিজেপি বনাম কংগ্রেস লড়াই হয়ে উঠেছে।
ফেসবুককꦦে সমন পাঠিয়েছে তথ্যপ্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কিন্তু এই কমিটির প্রধান শশী থারুরের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদরা।
নিশিকান্ত দুবে ও রাজ্যবর্ধন সিং রাঠোর বলেন যে তারা স্পিকারের সঙ্গে এই নিয়ে কথা বলেছেন। তাদের অভিযোগ যে থারুর নিয়ম ভেঙে মিডিয়ার সঙ্গে কথা বলেন তাদের সঙ্গে আগে আলোচনা না করে। এটি সংসদীয় বিধি লঙ্ঘিত হয়েছে ও সেই জন্য তারা চান যে শশী থারুরকে সংসদীয় কমিটির চেয়ারম্যান পদ থেকে যেন সরিয়ে দেওয়া হয়। এই পুরো বিতর্ক শুরু হয় যখন ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের প্রবন্ধে বলা হয় যে ফেসবুকের ভারতীয় অপারেশনসের পলিসি ডিরেক্টর আঁখি দাস বিজেপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে সংস্থাকে কোনও🍃 ব্যবস্থা নিতে বিরত করেন।