MCLR সংশোধন করেছে ICICI ব্যাঙ্ক এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। ICICI ব্যাঙ্ক কিছু মেয়াদে রেট কমিয়েছে। আবার বাকিগুলি বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে PNB সমস্ত মেয়াদেই MCLR বাড়িয়েছে। আরও পড়ুন: শ💛ুরু হল ২০০০ টাকার নোট 🐻বদল, এরই মধ্যে বড় ঘোষণা দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্কের
ICICI ব্যাঙ্কের MCLR - ১ জুন থেকে প্রযোজ্য
ICICI ব্যাঙ্ক তাদের মার্জিনাল কস্ট বেসড লেনডিং রেট (MCLR) সংশোধন করেছে। নয়া সুদের হার আজ থেকেইꦕ কার্যকর হবে। ১ জুন ২০২৩ থেকেই এই নয়া হার প্রযোজ্য হবে। ICICI ব্যাঙ্ক তার অফিসিয়াল ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে। ICICI ব্যাঙ্ক এক মাসের MCLR 8.50% থেকে কমিয়ে 8.35% করে দিয়েছে। তিন মাসের MCLR 15 বেসিস পয়েন্ট (bps) কমিয়ে 8.55% থেকে 8.40% করা হয়েছে। ব্যাঙ্ক ছয় মাস এবং এক বছরের মেয়াদে MCLR 5 bps বাড়িয়ে যথাক্রমে 8.75% এবং 8.85% করেছে।
ওভারনাইট ৮.৩৫%
এক মাস ৮.৩৫%
তিন মাস ৮.৪০%
ছয় মাস ৮.৭৫%
এক বছর ৮.৮৫%
পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের MCLR - ১ জুন থেকে প্রযোজ্য
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) সমস্ত মেꦍয়াদেই মার্জিনাল কস্ট বেসড লেনডিং রেট (MCLR) 10 bps বাড়িয়েছে। নতুন সুদের হার ১ জুন, ২🤪০২৩ থেকে কার্যকর হবে।
PNB-র ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্কের ওভারনাইট ঋণের বেঞ্চমার্ক মার্জিনাল কস্ট খরচ 8 শতাংশ থেকে বাড়িয়ে 8.10 শতাংশ করা হয়েছে। এক মাস, তিন মাস এবং ছয় মাস༺ের জন্য MCLR যথাক্রমে 8.20 শতাংশ, 8.30 শতাংশ এবং 8.50 শতাংশে বৃদ্ধি করা হয়েছে। এক বছরের MCLR বাড়িয়ে 8.60 শতাংশ করা হয়েছে। অন্যদিকে তিন বছরের এমসিএলআর 8.80 শতাংশ থেকে বাড়িয়ে 8.90 শতাংশ ဣকরা হয়েছে।
ওভারনাইট ৮.১০%
এক মাস ৮.২০%
তিন মাস ৮.৩০%
ছয় মাস ৮.৫০%
এক বছর ৮.৬০%
তিন বছর ৮.৯০%
বেঞ্চমার্ক এক ব🐽ছরের MCLR-ই সাধারণ গ্রাহকদের সবচেয়ে বেশি প্রভাবিত করে। বিভিন্ন ঋণ যেমন গাড়ি, পার্সোনাল এবং গৃহ ঋণের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়।
যাঁরা MCLR-এর প্রেক্ষিতে ঋণ নেন, তাঁদের পকেটে টান পড়তে পারে। ঋণগ্রহীতাদের EMI বা মাসিক কিস্তি আগের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাবে। আরও পড়ুন: ব্যাঙ্কি🐽ং সেক্টরে আরও কড়া নজরদারি প্রয়োজন, কর্তাদের সত🏅র্ক করলেন RBI গভর্নর