এবার থেকে প্যান কার্ড পেতে লম্বা-চওড়া ফর্ম ভরার প্রয়োজন নেই। আপনার কাছে যদি আধার থাকে, তাহলে মাত্র ১০ মিনিটে e-PAN 𒊎কার্ড পেয়ে যাবেন। এটি দিয়েই এমনিতে কাজ চলে যাবে, কিন্তু চাইলে আপনি ৫০ 𓄧টাকা দিয়ে ল্যামিনেট করা প্যান কার্ড পেতে পারেন।
কীভাবে অনলাইনে প্যান কার্ড পাবেন-
১. আয়কর দফতরের সরকারি ওয়েবসাইটে যান ও সেখানে 'Quick Links🌸'-এর আওতায় 'Instant PAN' through 'Aadhaar' সেকশনে ক্লিক করুন।
২. 'Get New PAN'- যেখানে লে𝓰খা আছে, সেটিকে ক🐭্লিক করুন।
৩. এরপর আপনার𒅌 আধার নম্বরটি সেখানে দিন। একই সঙ্গে ক্যাপচাটি ভরে ফেলু♍ন।
৪. ꦛআপনার আধারের সঙ্গে যেই ফো🤪ন নম্বরটি লিঙ্ক করা আছে, সেখানে একটি ওটিপি (এককালীন পাসওয়ার্ড) আসবে।
৫. ওটিপিটিকে ইনপুট🍎 করতে হবে নির্দিষ্ট স্থানে। একই সঙ্গে আধারের ডিটেইলস জানাতে হবে।
৬. চাইলে ই-মেল আইডিকেও প্যান কার্ডের সঙ্গে যুক্ত করে ন♔িতে পারেন।
৭. 𝔍এই e-KYC-র তথ্য UIDAI-র সঙ্গে আদানপ্রদান করার পর e-PAN পেয়ে যাবেন। পু🐎রো প্রক্রিয়াটি করতে দশ মিনিটের বেশি লাগা উচিত নয়।
৮. Check Status/ Download PAN অপশনটির মাধ্যমে আপনি ই-আধারের পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। এ ছাড়াও ইমেল রেজিস্টারড থাকলে ওখানে ই-আধারটি চলে 𝓰যাবে আপনি সেই অপশনটি ক্লিক করে।
তবে এই e-প্যান কার্ডের সুবিধা নাবালকরা পাবেন না। এছাড়াও যাদের আগ🌳ে কোনও দিন প্যান কার্ড ছিল না তারাই এই সুযোগ পাবেন। এই পরিষেবা ব্যবহার করার জন্য ফোন নম্বরের সঙ্গে আধারের সংযুক্তীকরণ হয়ে থাকা অত্যন্ত প্রয়োজনীয়। একই সঙ্গে আধ♉ার কার্ডে নির্ভুল ভাবে জন্মতারিখটি থাকাটিও প্রয়োজনীয়।
এই পরিষেব❀া চালু করার কথা বাজেটে জানিয়েছিলেন অর্থমন্ত্রﷺী নির্মলা সীতারামন।