রামায়ণের চরিত্রদের অবমাননা করার অভিযোগে আট ছাত্রকে জরিমানা করল আইআইটি বম্বে কর্তৃপক্ষ। এরমধ্যে চার জন ছাত্রকে জরিমানা করা হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা করে এবং বাকি চার জনকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও হস্টেলের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে ছাত্রদের। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে পড়ুয়া আইআইটি কর্তৃপক্ষের কাছ থেকে আর কোনও পুরস্কারও পাবে না। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে শিক্ষা 🍌মহলে। এত কড়া সিদ্ধান্ত কেন, সেই নিয়েও উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: আইআইটি খড়গপুরের ডেপুটি✱ ডিরেক্টর পদে প্রথমবার কোনও মহিলা, জ෴েনে নিন পরিচয়
জানা যাচ্ছে, আইআইটি বম্বের পড়ুয়ারা গত ৩১ মার্চ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। বিভিন্ন বিভাগের পড়ুয়াদের তরফে সেই অনুষ্ঠানে একটি নাটক মঞ্চস্থ করা হয়েছিল। সেই নাটকের নাম দেওয়া হয়েছিল ‘রাহোভান’। মূলত ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’-এর উপর ভিত্তি করেই এই নাটক মঞ্চস্থ করা হয়েছিল। তারপরেই ঘটে বিপত্তি। অভিযোগ ওঠে, নাটকটিতে ভগবান রাম এবং সীতার চরিত্রকে অবমাননা করা হয়ে🔜ছে এবং হিন্দু সংস্কৃতিকে অসম্মান করা হয়েছে।
এই নাটকের বেশ কিছু ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়।যেখানে সীতা ও লক্ষ্মণ চরিত্রে অভিনয় করা পড়ুয়াদের মধ্যে একটি কথোপকথনের ভিডিয়ো তুলে ধরা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে ‘রাহোভান’ নাটকে প্রধান চর♔িত্রগুলিকে খারাপভাবে দেখানো হয়েছে। নাটকটিতে হিন্দু সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতিকে উপহাস করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে আইআইটি কর্তৃপক্ষের তরফে একটি শৃঙ্খলা কমিটি গঠন করে। নাটকের সঙ্গে জড়িত পড়ুয়ারাদের জিজ্ঞাসাবাদ করে কমিটি।