মানে. মর্যাদায়, কেরিয়ারের অগ্রগতিতে অনেকটাই এগিয়ে গেল আইআইটি বোম্বে। বৃহস্পতিবার 2022 QS Graduate Employability Rankings এর তথ্যপঞ্জি প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে আইআইটি বোম্বে দেশের সবচেয়ে ভালো জায়গায় রয়েছে। ২০২০ সালে যে বিশ্ববিদ্যালয় ১১১-১২০ গ্রুপের মধ্যে ছিল সেটি বর্তমানে ১০১-১১০ গ্রুপের মধ্যে চলে এসেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গায় উন্নীত হয়েছে বোম্বে আইআইটি। তবে তাৎপর্যপূর্ণভাবে দিল্লি ইউনিভার্সিটি ও কলকাতা ইউনিভার্সিটি Ranking এ ফের নীচে নেমে এসেছে। তবে মুম্বই বিশ্ববিদ্যালয় আপাতত কিছুটা ভালো জায়গায় ২৫০-৩০০র সীমার মধ্যে রয়েছে। আন্তর্জাতিকস্তরে উচ্চশিক্ষা সংক্রান্ত ব্যাপারে পর্যালোচনা করেন Quacquarelli Symonds। আইআইটি বোম্বের প্রশংসায় পঞ্চমুখ তিনি। ভারতের শ্রেষ্ঠ কর্মসংস্থানমূখী নেতা বলেও আইইটি বোম্বকে সম্মান জানিয়েছেন তিনি। প্রায় ৫০ হাজার সংস্থায় সমীক্ষা চালানো হয়েছিল। দেখা যাচ্ছে এমপ্লয়ার রেপুটেশন ইন্ডিকেটরে দেশের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে এই আইআইটি বোম্বে(১০০র মধ্যে ৭৩.৯)। আন্তর্জাতিকস্তরে উচ্চশিক্ষা সংক্রান্ত ব্যাপারে পর্যালোচনা করেন Quacquarelli Symonds। আইআইটি বোম্বের প্রশংসায় পঞ্চমুখ তিনি। ভারতের শ্রেষ্ঠ কর্মসংস্থানমূখী নেতা বলেও আইইটি বোম্বকে সম্মান জানিয়েছেন তিনি। প্রায় ৫০ হাজার সংস্থায় সমীক্ষা চালানো হয়েছিল। দেখা যাচ্ছে এমপ্লয়ার রেপুটেশন ইন্ডিকেটরে দেশের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে এই আইআইটি বোম্বে(১০০র মধ্যে ৭৩.৯)। আইআইটি দিল্লিও রয়েছে ভালো জায়গায়। গত বছর ১৫১-১৬০ ব্যান্ডের মধ্যে থাকা এই বিশ্ববিদ্যালয় ২০২২ সালে ১৩১-১৪০ গ্রুপের মধ্যে উঠে এসেছে। আইআইটি মাদ্রাজ ১৭১-১৮০ গ্রুপের মধ্যে থেকে ১৫১-১৬০ গ্রুপের মধ্যে উঠে এসেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে টপ ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে ভারতের এই তিন বিশ্ববিদ্যালয়। কর্মসংস্থান সহ নানা ক্ষেত্র বিচার করে এই Rank দেওয়া হয়েছে। QSএর ডিরেক্টর অফ রিসার্চ বেন সাওটার বলেন, ভারতীয় বিশ্ববিদ্যালয় প্রচুর উদ্যোগী, ব্যবসায়ী, সফল মানুষ তৈরি করছে। ক্যাম্পাসগুলিতেও বিভিন্ন সংস্থার সঙ্গে পড়ুয়াদের যোগাযোগ আরও বাড়ছে।