জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হতে দিল্লি সফরে গিয়ে নিজেই নিজেকে ‘বহিরাগত’ বলে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী বাসভবনের সামনে দাঁড়িয়ে দিল্লিতে নিজেকে ‘বহিরাগত’ বলে উল্লেখ করেন তিনি। সেই ‘বহিরাগত’ যা নিয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি।মঙ্গলবার বিকেল ৪টেয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় মমতার। প্রায় ৩০ মিনিট বৈঠক শেষে বেরিয়ে তিনি জানান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। মমতা বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে। কিন্তু সেখানে কিছু সমস্যা রয়েছে। আমার করোনা টিকার ২টি ডোজই নেওয়া রয়েছে। কিন্তু তার পরেও RTPCR পরীক্ষার রিপোর্ট চাইছে রাষ্ট্রপতি ভবন। আমি এখানে কোথা থেকে কী ভাবে পরীক্ষা করাবো? আমি তো এখানে বহিরাহত’। এর পরেই ঢোঁক গেলেন মমতা। বলেন, ‘না, মানে আমার এখানে বাড়ি আছে।’বিধানসভা নির্বাচনের প্রচারে ভিনরাজ্যের বিজেপি নেতাদের বহিরাগত বলে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। পালটা বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়, তবে কি দিল্লি বা অন্য রাজ্যে তৃণমূল নেতারা বহিরাগত? এদিন মুখ ফসকে নিজেই সেকথা বলে ফেললেন মমতা।