ইন্টারন্যাশানাল মানিটারি ফান্ডে( IMF) এক্সিকিউটিভ ডিরেক্টর(ইন্ডিয়া) ডঃ কৃষ্ণমূর্তি সুহ্মমণিয়নকে সরিয়ে দেওয়া হল। ভারত সরকারের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ক্যাবিনেটের অ্য়াপয়েন্টমেন্ট কমিটির তরফে ডঃ কৃষ্ণমূর্তি সুহ্মমণিয়নকে এক্সিকিউটিভ ডিরেক্টর(ইন্ডিয়া)র পদ থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে অনুমোদন করা হয়েছে। অবিলম্বে তাঁকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন তাঁকে এই পদ থেকে সরানো হল তা নিয়ে নির্দিষ্টভাবে কোনও কারণ উল্লেখ করা হয়নি।
ওই পদে তিন বছরের মেয়াদ ছিল। তবে তার আগেই সরানো হল তাঁকে। তিনি দেশের সর্বকনিষ্ঠ মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত। এরপর ২০২২ সালের নভেম্বর মাসে তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর( ইন্ডিয়া) পদে বসেন।
এদিকে ২০২৫ সালের নভেম্বর মাসে তাঁর কাজের মেয়াদ শেষ হত। আইএমএফ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে ওই সময় তাঁর কাজের মেয়াদ শেষ হত। কিন্তু তার আগেই সরানো হল তাঁকে।
তবে ঠিক কী কারণে তাঁকে সরানো হয়েছে তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। এদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে এসিসি যে কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে তার শীর্ষে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।