হাতে পড়ে আছে মাত্র একদিন। তারইমধ্যে আয়কর রিটার্ন দাখিল থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ই-কেওয়াইসি - অর্থ সংক্রান্ত একাধিক কাজ করতে ဣহবে। সেই কাজꦉ না করলে বড় ধাক্কা লাগবে। কী কী কাজ করতে হবে, তা দেখে নিন -
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ই-কেওয়াইসি (PM Kisan e-KYC)
দ্বাদশ কিস্তির ২,০০০ টাকা পাওয়ার জন্য ই-কেওয়াইসি করতেই হবে। সেই কাজটা করার শেষদিন হচ্ছে ৩১ জুলাই। আগামিকালের মধ্যে ই-কেওয়াইসি না করলে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায় অর্থ পাবেন না কৃষকরা। (কীভাবে ই-কেও🔴য়াইসি করতে হবে, তা জানতে ক্লিক করুন এখানে)।
প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার (PMFBY) জন্য রেজিস্ট্রেশন
প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় নথিভুক্তি🐼করণের শেষ তারিখ হল ৩১ জুলাই। তারপর কৃষকরা আর ফসলের রেজিস্ট্রেশন করতে পারবেন না। অফলাইনে রেজিস্ট্রেশন করা যায়। সে🙈ইসঙ্গে অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারবেন।
আয়কর রিটার্ন ফাইলের সময়সীমা (২০২১-২২ অর্থবর্ষ)
আগামিকালের (৩১ জুলাই) মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। সেই সময়সীমা পেরিয়ে গেলে করদাতাদের গুনতে হবে জরিমানা। যে করদাতাদের বার্ষিক আয় পাঁচ লাখ টাকার কম, তাঁরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। যাঁদের আয় পাঁচ লাখ টাকার বেশি, তাঁদের জরিমানা দিতে হবে ৫,০০০ টাকা। (বিস্তারিত পড়ুন: ITR Filing last date: ৩১ জুলাইয়ের মধ্যে কর না দিলেই শাস্তির খাঁড়া! কতদ💎িন পরে কত টাকা জরিমানা?)