২০০৪ সাল❀ে ২১ অগস্ট ঢাকায় আওয়ামি লিগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব অভিযুক্ত আসামি বেকসুর খালাস হয়েছেন। দণ্ডিত সমস্ত অভিযুক্ত খালাস হဣয়েছেন সাজা থেকে। মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে আগে দেওয়া আদালতের রায় অবৈধ ও বাতিল বলে ঘোষণা করে বাংলাদেশের হাইকোর্ট। আর তারেক এই মামলায় বেকসুর খালাস হতেই অনেকেই জল্পনা করছেন, হাসিনা দেশ ছাড়ার পর তাহলে কি বাংলাদেশের গদিতে আসছেন বিএনপির নেতা তথা খালেদা পুত্র তারেক?
শেখ হাসিনার আমলে বাংলাদেশে আওয়ামি লিগের বিপক্ষ শিবির বিএনপির নেতা তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমনের বিরুদ্ধে বাংলাদেশ হাই কমিশনে হামলায় মদত এবং বেআইনি আর্থিক লেনদেনের꧟ অভিযোগ ওঠে। সেই মামলায় তারেকের জেলের সাজা হয়। এছাড়াও তারেক সহ বিএনপির নেতা ও বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী লুফৎউজ্জামান বাবার সহ বহুজনের বিরুদ্ধে এই মামলা চলছিল মামলা থেকে খালাস হন সব আসামি। এদিকে, তারেক সহ সব আসামি খালাস হওয়ায় স্বস্তির হাওয়া বিএনপি শিবিরে। দলের মহাসচিব মির্জা ফখরুল এদিন ইউকে থেকে বার্তা দেন, এই রায়ে প্রমাণ হল, আওয়ামি ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করে। তিনি বলেন, ঐতিহাসিক রায় প্রমাণ করে যে, তারেক রহমানের বিরুদ্ধে আনা সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক।
( Mangal Vakri 2024: বক্রী হয়েই মঙ্গল ধন দৌꦅলতে ভরিয়ে দেবেন একাধিক রাশিকে! কর্কট সহ কারা লাকি? )