বাংলা নিউজ > ঘরে বাইরে > 'বাসে তো একটু হবেই', বাংলাদেশে বাড়ছে 'খারাপ' স্পর্শ, হচ্ছে বডি শেমিং: রিপোর্ট

'বাসে তো একটু হবেই', বাংলাদেশে বাড়ছে 'খারাপ' স্পর্শ, হচ্ছে বডি শেমিং: রিপোর্ট

বাংলাদেশে তরুণীদের যৌন নির্যাতন ও হয়রানি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বডি শেমিং৷ (ছবিটি প্রতীকী, সৌজন্যে আর রহমান/ডয়চে ভেলে)

এক আইনজীবী জানান, ঢাকার একটি স্কুল শারীরিক গঠনের করণে কয়েকজনকে ভরতি করাতে অস্বীকারও করেছিল৷

বাংলাদেশে তরুণীদের যৌন নির্যাতন ও হয়রানি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বডি শেমিং৷ এই কারণে আত্মহত্যার ঘটনাও ঘটেছে৷ এর শুর🎉ু পরিবার থেকে হলেও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নেতিবাচক প্রবণতা প্রবল৷

আঁচল ফাউন্ডেশন নামে তরুণদের একটি স্বেচ্ছাস💫েবী প্রতিষ্ঠানের জরিপে এই তথ্য উঠে এসেছে৷ ১,০১৪ জন শিক্ষিত তরুণীর মধ্যে তাঁদের পরিচালিত এক জরিপে দেখা যায় যে ৬৯.৯২ শতাংশ তরুণী বডি শেমিংয়ের শিকার হয়েছেন৷ ৩৭.২৪ শতাংশ তরুণী জানিয়েছেন, তাঁদের শরীরের আকৃতি ,গঠন এবং অবয়ব নিয়ে তাঁদের আত্মীয়রাই কথায় ও ইঙ্গিতে হেয় প্রতিপন্ন করেছেন৷ বন্ধুবান্ধবের কাছে বডি শেমিংয়ের শিকার হয়েছেন ২২ শতাংশ৷ এমনকী নিজ পরিবার থেকে বডি শেমিংয়ের শিকার বলে জানিয়েছেন ১৪.২৫ শতাংশ তরুণী৷ পথচারীর মাধ্যমে শারীরিক অবয়ব নিয়ে নেতিবাচক কথা শুনতে হয়েছে ১১.৮৫ শতাংশ তরুণীকে৷

জরিপে শতকরা ৬৫.৫৮ ভাগ তরুণী নানা ধরনের যৌন হয়ারানির শিকার হন বলে জানিয়েছেন৷ এর মধ্যে পাবলিক বাসে ৪৫.২৭ ভাগ যৌন হয়রানির শিকার হন৷ বাস ও বাসস্ট্যান্ডে মিলিয়ে শিকার হন ৮৪.১০ ভাগ৷ ঘরের বাইরে আপত্তিকর স্পর্শের শিকার হন ৬৪.ꦰ৯২ ভাগ তরুণী৷ এই তরুণীদের বড় একটি অংশ শৈশবে🍸ও যৌন নিগ্রহের শিকার হয়েছেন৷ তাঁদের সংখ্যা শতকরা ৩৮.৮৬ ভাগ৷

অনলাইন-সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিগ্রহের শিকার হন ৪৩.৮৯ শতাংশ তরুণী৷ এর মধ্যে কুরুচিপূর্ণ মন্তব্য, ছবি, বডি শেমিং অন্যতম৷ সারা দেশের বিভিন্ন জেলা ও বিভাগের ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণীরা জরিপে অংশ নেন৷ অংশগ্রহণকারী তরুণীদের মধ্যে💛 অবিবাহিত ৮৮.১৭ শতাংশ ও বিবাহিত ১০.৯৫ শতাংশ এবং বাকিরা সংসার করছেন না৷

নেতিবাচক অভিজ্ঞতার শিকার কয়েকজন

সাবেরা নায়ার (নাম পরিবর্তিত) জানান, তাঁর বডি শেমিংয়ের নেতিবাচক অভিজ্ঞতা শুরু হয় শৈশব থেকেই৷ তাঁর পরিবারেই এটা শুরু হয়৷ তাঁর গায়ের রং আর স্থূলতা নিয়ে পরিবারের সদস্যদের চিন্তা আর উদ্বেগ তাঁকে বিপর্যস্ত করে৷ এর পর কেউ কেউ তাকে ‘মোটু' ডাকতে শুরু করেন৷ তিনি জানান, ‘যতই আমি বড় হ🀅তে থাকি, আশপাশের লোকজনও একই ধরনের কথা বলতে শুরু করেন৷ আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমরা বিয়ে নিয়ে আমার চেয়ে অন্যদের চিন্তা বেড়ে যায়৷ শুনতে থাকি কালো মেয়ের বিয়ে হয় না৷ তারপর আবার মোটা৷'

আর সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে তো তিনি এখন নিজের ছবি দেওয়া 🎐বন্ধই করে দিয়েছেন৷ ছবি দিলে কেউ কৌতুক করত, আবার কেউ বা নানা বাজে মন্তব্য করত৷ꩵ তিনি বলেন, ‘এটা শুধু আমার ক্ষেত্রে নয়, অন্যদের ক্ষেত্রেও হয়৷ দেখতে সুন্দর এমন মেয়েরাও হয়রানির শিকার হন৷'

এই তরুণী আসলে হরমোন জনিতকারণে স্থুল৷ চিকিৎসকের শরণাপন্ন হয়েও প্🔯রতিকার পাননি৷ তাঁর কথা, ‘আমার রোগের কথা কি আমাকে জনে-জনে বলতে হবে? সবাই আমার মোটা শরীꩲর আর গায়ের রং নিয়ে কেন কথা বলেন? আমি কি আয়নার আমায় দেখি না?'

নিয়মিত পাবলিক বাসে চড়ে অফিসে যান সোহানা খান (নাম পরিবর্তিত)৷ একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব বিভাগে কাজ করেন৷ তাঁকে মীরপুর থেকে মতিঝিলে যেতে হয় অফিস করতে৷ অফিস থেকে ট্রান্সপোর্ট সুবিধাও দেওয়া হয় না৷ তিনি জানান, ‘বাড়ি♑ থেকে বের হওয়ার 🧸পরই শুরু হয় নানা কটূক্তি এবং ইঙ্গিতপূর্ণ কথা৷ এরপর শুরু হয় বাসস্ট্যান্ডে৷ আর বাসে ওঠার সময় আপত্তিকরভাবে স্পর্শ করার প্রবণতা আছে অনেকের মধ্যেই৷ বাসের হেলপাররা তার মধ্যে অন্যতম৷'

তাঁর কথা, ‘এখন এগুলো গা সওয়া হয়ে গেছে৷ চেষ্টা করি যতদূর সম্ভব নিজেকে বাঁচিয়ে চলতে৷ প্রতিবাদ করেও কাজ হয় না৷ অনেকেই আমাদের বিপক্ষে অবস্থান নেন৷ তাঁদের কথা, পাবলিক বাসে চড়লে তো একটু-আধটু এরকম হবেই৷ গায়ে হাত লাগবে৷ সেটা 🏅পছন্দ না হলে প্রাইভেট কারে চড়তে হবে৷'

প্রতিকার কী?

আঁচল ফাউন্ডেশনের সভাপতি তানসেন রোজ বলেন,ജ 'আমরা জর🌞িপে দেখেছি আপত্তিকর স্পর্শ এবং বডি শেমিংয়ের বিষয়টি এখন অনেক বেড়ে গিয়েছে৷ আগে বডি শেমিংকে মানুষ তেমন গুরুত্ব দিতেন না৷ কিন্তু এখন এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷'

অন্য ধরনের যৌন হয়রান🎐িও কমেনি৷ বিশেষ করে গণপরিবহন এখন তরুণীদের জন্য একটা আতঙ্কের জায়গায় পরিণত হয়েছে৷ শনিবারও শাহবাগ এলাকায় এক তরুণী যৌন নিগ্রহের শꦇিকার হয়েছেন বলে জানান তিনি৷

তানসেন বলেন, ‘আমরা বডি শেমিংয়ের ব্যাপারে আইনের প্র✅স্তাব করেছি৷ অন্যান্য যৌন হয়র🥂ানির ব্যাপারে আইন থাকলে ভুক্তভোগীরা প্রতিকার পান না বা প্রতিকারের জন্য যান না৷ এর পিছনে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিই প্রধানত দায়ী৷ আর মামলা করলে অনেক সময় উলটো অভিযোগকারীকেই হয়রানির শিকার হতে হয়৷'

শনিবার জরিপের রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন বলেন, ‘নার🤪ীর সুরক্ষা নিশ্চিত করতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে, সচেতনতার পাশাপাশি তাঁদের পর্যাপ্ত মানসিক সমর্থন করতে হবে এবং বোঝাতে হবে যে জীবন এত মূল্যহীন নয়৷ আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পারিবারিক শিক্ষা প্রাধান্য দিতে হবে৷ শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে সচেতন হতে হবে৷ সর্বোপরি নারীকে ভোগ্যপণ্য হিসেবে নয়, বরং মানুষ হিসেবে বিবেচনা করতে হবে৷'

সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা বলেন, ‘ইন্টারনেট তথা ভার্চুয়াল ওয়ার্ল্ড তথ্যের অবাধ প্রবাহ ও যোগাযোগের ক্ষেত্রে একটি আস্থার প্রতীক হলেও সামাজিক অশুভ প্রয়োগ ও ব্যক্তিগত দায়িত্বহীনতার কারণে অনেক ন☂ারীর কাছে এখন তা এক আতঙ্কের নাম৷'

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান ডয়চে ভেলেকে বলেন, ‘বডি শেমিংয়ের কারণে সম্প্রতি একটি মেয়ে আত্মহত্যাও করেছে৷ ঢাকার একটি স্কুল শারীরিক গঠনের করণে কয়েকজনকে ভরতি করাতে অস্বীকারও করেছিল৷ এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়৷ শুধু শারীরিক গঠন নয়, গায়ের রং, চেহারার কারণেও হয়রানির শিকার হতে হয়৷ আর রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন তো বলেই দিচ্ছে গায়ের রং কালো হলে মেয়েদের জীবন ব্যর্থ৷' তিনি বলেন, 'অন্যান্য যৌন হয়রানির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার 🏅সুযোগ থাকলেও বডি শেমিংয়ের বিষয়ে আইন স্পষ্ট নয়৷ তবে আদালতে যাওয়া যেতে পারে৷ আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসলেও তা খুবই ধীর গতিতে৷ আগে প্রয়োজন সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন৷'

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান🍌 টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

'

পরবর্তী খবর

Latest News

ভিড𒉰িয়ো: আপার কাটে ছক্কা মেরে শতরান দামাল ছেলে যশস্বীর, মনে পড়ল সেহওয়াগের☂ কথা সোমবার থেকে কমছে আলুর দাম, কত টাকায় পাওয়া যাবে? সূর্যর সংস্পর্শে বুধ হবে অস🐻্তমিত, ৪ রাশি হবে সঙ্কটের সম্ম♚ুখীন, ব্যবসায় হবে ক্ষতি বাড়িতে বানানো꧟ শ্যাম্পু আটক🍒ে দেবে চুল পড়া, কীভাবে বানাবেন এটি, জেনে নিন একেবারে নতুন জিনিস চ♓ুরি করে নজির গড়লেন⛄ তৃণমূল বিধায়কের শাশুড়ি ভুঁড়ি কমাতে চান? নিয়ম 🐎মেনে💦 লবঙ্গ চা পান করুন! পদ্ধতিটা ভালো করে জেনে নিন ঠাকুমার কাছে যাচ্ছি বলে বাড়ি থেকে ব🙈েরিয়েছিল বাচ্চাটা, সকালে বাথরুমে মিলল দেহ আগুন যশস্বী, হিমশীতল রাহুল, ভাঙল ৩৮ বছরের রেকর্ড, অজিভূমে ওপেনিং🔯 জুটিতে ২০০ ফে🅠🍷র আগুন কলকাতায়, উল্টোডাঙায় রেললাইনের পাশের বস্তির পড়ুল একাধিক বাড়ি মীন রাশির সাপ্তাহিক রাশিফল, ২৪ থেকে ৩০ নভেম্বর কেমন কাট🎉বে

Women World Cup 2024 News in Bangla

AI দিয়ে 🌜মহিলা ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং অনেকটাই কমাতে পারল ICC গ্রুপ স্টেজ থেকে বিদায় নিলেও ICCর সেরা মহিলꦉা একাদশে ভারতের হরমনপ্রীত! বাকি কারা? বিশ্বকাপ জিতে নিউজিল্যান্ডের আয় সব থেকে বেশি, ভারত-সহ ১০টি দল কতꦐ টাকা হাতে পেল? অলিম্পিক্সে বাস্কেটবল খেলেছেন, এবা♏র নিউজিল্যা﷽ন্ডকে T20 বিশ্বকাপ জেতালেন এই তারকা রবিবারে খেলতে চা♉ন না বলে টেস্ট ছাড়েন দাদু, নাতনি অ্যামেলিয়া ব♒িশ্বকাপের সেরা বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল নিউজিল্যান্ড? ট𒉰ুর্নামেন্টের সেরা কে?- পুরস্কার মুখোমুখি লড🔥়াইয়ে পাল্লা ভারি নিউজিল্যান্ডের, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়বে কারা? ICC T20 WC ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারালဣ দক্ষিণ আফ্রিকা জেমিমাকে দেখতে পারে! নেতৃত্বে 🍷হরমন-স্মৃতি নয়, তারুণ্যের জয়গান মিতালির ভিলেন নেট রান-রেট, ভালোไ খেলেও বিশ্বকাপ🅘 থেকে ছিটকে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নাইট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.