গৃহবধূদের সঞয়ের (Home Makers) টাকায় করের নিয়ম কী? আয়কর অ্যাপেলেট ট্রাইবুনাল (Income Tax Appellate Tribunal) জানাল, যাঁরা নোটবন্দির (Demonitization) সময়ে নিজেদের পারিবারিক খরচ থেকে ২.৫ লক্ষ টাকা বা তার কম বাঁচিয়ে ব্যাঙ্কে জমা করেছেন, তাঁদের কোনোরকম কর দিতে হবে না।ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইবুনালের আগ্রা বেঞ্চের ললিত কুমার ও ডঃ লালা মীনার বোর্ড এই রায় ঘোষণা করেন।গৃহবধূদের সঞ্চয় করা অর্থ যে অমূল্য, সেটাই তুলে ধরা হয় রায়ে। বোর্ড এ বিষয়ে মনুস্মৃতি ও মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামের উদাহরণ দেয়। বলা হয়, মনুস্মৃতিতে ভারতীয় নারীদের বিশেষ স্থান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মহাত্মা গান্ধীর আহ্বানে ১৯২৭ সালে মহিলারা তাঁদের সঞ্চয়, গহনা দেশের স্বাধীনতার সংগ্রামের উদ্দেশ্যে তুলে দিয়েছিলেন।এছাড়া ভারত-চিন যুদ্ধের সময়েও ভারতীয় মহিলাদের উদ্দেশে গহনা দান করে দেশের পাশে দাঁড়ানোর আকুতি করেছিলেন জহওরলাল নেহেরু।সমস্ত ঐতিহাসিক ঘটনার উদ্ধৃতি করে বোর্ড জানায়, বরাবরই সংসারের খরচ বাঁচিয়ে মহিলারা সঞ্চয় করেন। তাঁদের এই সঞ্চয়ে তাই ২.৫ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর আরোপ করা হবে না।আয়কর আইন ১৯৬১ (Income Tax Act, 1961) কী বলছে?আয়কর আইন ১৯৬১-এর 69A ধারা অনুযায়ী যে টাকা বা অন্য কোনও সম্পত্তির নির্দিষ্ট কোনও উৎস নেই, তার উপর একটি নির্দিষ্ট শতাংশ কর প্রযোজ্য।এই আইনকেই চ্যালেঞ্জ করেন গ্বালিওরের বধূ উমা জয়সওয়াল। আদালতে সেই মামলারই রায়ে এই ঘোষণা করা হয়েছে।