আত্মনির্ভর ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার বারই এনিয়ে গর্বের সঙ্গে জানিয়েছেন। আর এবꦅার ভারতের স্বাধীনতা দিবসেও সেই আত্মনির্ভরতার বার্তা দেবে ভারত। দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দুক দিয়েই এবার গান স্যালুট হবে লাল কেল্লায়। গর্বের ভারত। আত্মনির্ভর ভারত।
সেই ২৫ পাউন্ডের ব্রিটিশ বন্দুক দিয়ে গান স্যালুটের দিন শেষ। আর প্রতꦚিরক্ষার ক্ষেত্রে কেবলমাত্র বিদেশের উপর নির্ভর নয় ভারত। ভারত এখন অনেক ক্ষেত্রে নিজের পায়ের উপর দাঁড়িয়ে রয়েছে।
গত বার ভারতে তৈরি ATAGS দিয়ে ২১টি গান স্যালুট দেওয়া হয়েছিল। প্রথমে এটিএজিএস দিয়ে তৈরি হয়েছিল। পরে সেখানে ২৫🥀 পাউন্ডার ব্রিটিশ গান ব্যবহার করা হয়েছিল। তবে এবার সেই ব্রিটিশ বন্দুকের ব্যবহার তুলে দেওয়া হচ্ছে। এবার ২১ গান স্যালুট হবে ভারতেই তৈরি বন্দুক দিয়ে। কোনও বিদেশি বন্দুক থাকবে না। এটাই আত্মনির্ভরতা। এটাইﷺ দেশের প্রতি আস্থা।
১০৫ এমএম ইন্ডিয়ান ফিল্ড গান দেশীয় প্রꦯযুক্তিতে তৈরি হয়েছিল। এটা ভারতের সেনার কাছ꧋েও অন্যতম বড় ভরসার জায়গা।
আসলে বিগত দিনে বহু ক্ষেত্রে ভারত প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল ছিল। তবে ধীরে ধীরে ভারতবর্ষ আত্মনির্ভরতরা পথে হাঁটতে থাকে। বিদেশ থেকে বিপুল টাকার অস্ত্র আমদা🎶নি করা হবে, আগের সেই রীতি ক্রমেই সরিয়ে ফেলা হচ্ছে। এবার দেশি অস্ত্রই ভারতকে ভরসা যোগাচ্ছে।
কাল ১৫ অগস্ট। শত শহিদের রক্তের বিনিময়ে ভারত ব্রিটিশ শাসকের শৃঙ্খলমুক্ত হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলন করবেন কাল। এরপর জাতীয় সঙ্গীতে মু𓃲খরিত হবে আকাশ বাতাস। আর তার সঙ্গেই ২১টি গান স্যালুট। তবে এবার সেটাই হবে ভারতের তৈরি ১০৫ এমএম বন্দুক দিয়ে। কোনও বিদেশি বন্দুক দিয়ে নয়।