রেজাউল এইচ লস্কর
ইউক্রেনে রুশ হানায় সাধারণ মানুষের মৃত্যুর নিন্দায় সরব ভারত ও অন্যান্য ৫টি দেশ। অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিও𝓀 তোলা হয়েছে। কোপেনহেগেনে একটি সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ও ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন ও নরওয়ের প্রধানমন্ত্রীরা উ꧅পস্থিত ছিলেন। ইউক্রেন সংকট নিয়েও আলোচনা হয়েছে সেখানে।
এদিকে ২০১৮ সালে স্টকহোমে ভারত ও নর্ডিক দেশগুলির মধ্যে সম্পর্ক নিয়ে মিটিং হয়েছিল। তা নিয়েও পর্যালোচনা হয়েছে। কোভিড পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি, আবহা🃏ওয়ার পরিবর্তন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে।
এদিকে ভারতের সাগরমালা প্রকল্পে বিনিয়োগ করার জন্য়ও মোদী অন্যান্য দেশকে আহ্বান করেন। পাশাপাশি নর্ডিক দেশগুলিকে ভারতে অর্থনৈতিক ♛বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। আর এসব আলোচনার মধ্যেই ইউক্রেনে মানবতা কীভাবে সংকটে পড়েছে সেই প্রসঙ্গও উঠে আসে। সামিটের পরে একটি যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইউক্রেনে সাধারণ মানুষের মৃত্যুর তীব্র নিন্দা করা হচ্ছেꦫ।অবিলম্বে যুদ্ধবিরতি চাইছেন তাঁরা। পাশাপাশি বিনা প্ররোচনায় ও অনৈতিকভাবে যেভাবে ইউক্রেনের উপর রাশিয়া আক্রমণ চালাচ্ছে তারও সমালোচনা করা হয়েছে এই বিবৃতিতে।