সনাতন ধর্মকে ম্যালেরিয়া, ডেঙ্গির সঙ্গে তুলনা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন। তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে সর𝓡ব হয়ে ইন্ডিয়া জোটকেই নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজস্থানে ভোট প্রচারে গিয়ে তিনি বললেন, বিরোধী জোট আসলে 'হিন্দুত্বকে ঘৃণা' করে।
রাজস্থানের ডুঙ্গারপুরে একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে বিরোধী জোটের উদ্দেশে অমিত শাহ বলেন, 'আপনারা কীসের মূল্যে ক্ষমতা চান? আপনারা সনাতন ধর📖্ꩵম এই দেশের সংস্কৃতি এবং ইতিহাসকে অসম্মান করছেন।'
প্রসঙ্গত ইন্ডিয়া জোটের সঙ্গে র🐽য়েছে স্ট্যালিনের পার্টি ডিএমকে। তাই উদয়নিধির ম♛ন্তব্যকে ধরেই অমিত শাহ তাঁর বক্তব্যে ইন্ডিয়া জোটকে নিশানা করেছেন।
তিনি বলেন, পꩲ্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছেলে চাইছেন সনতান ধর্মকে শেষ করে দিতে। শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন,'আপনারা কি সেটাই চান?'
জ꧟নসভায় তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বিবৃতিকেও উল্লেখ করে বলেন, 'তিনি একবার বলেছিলেন বাজেটে প্রথম অধিকার সংখ্যালঘুদের। কংগ্রেস আসলে ভোট ব্যাঙ্কের লোভে বাজেটে প্রথম অধিকার সংখ্যালঘুদের দিয়েছিল।'
(পড়তে পারেন। ‘সনাতন ধর্ম ডেঙ্গি, মশার মতো’, বললেন 🧜মমতাদের ‘বন্ধু’, গণহত্যার ডাক, আক্রমণ BJPﷺ-র)
(পড়তে পারেন। ‘দেশের যুক্তরাষ্ট্রীয় 🍃কাঠামোয় আঘাত!’ ‘এক দেশ, এক ভোট’কে নিশানা র꧅াহুলের)
হিন্দু সংগঠনগুলি🍷কে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার সঙ♌্গে তুলনা করার জন্য শাহ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও নিশানা করেন।
প্রসঙ্গত, শনিবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে উদয়নিধি বলেন, 'কয়েকটি বিষয়ের বিরোধিতা করা যায় না। সেগুলি শুধুমাত্র ধ্বংস করে ফেলতে হয়। আমরা ডেঙ্গি, মশা, ম্যালেরিয়া বা করোনার বিরোধিতা করতে পারি না। আমাদের সেগুলিকে ধ্বংস করে দিতে হবে। ঠিক সেভাবেই আমাদের সনাতনকে নির্মূল করতে হবে। সনাতনের বিরোধিতার পরিবর্তে সেটাকে পুরোপুরি নির্মূলꩲ করা উচিত। সংস্কৃত থেকে সনাতন শব্দ এসেছে। যা সামাজিক ন্যায়বিচার ও সাম্যের ধারণার বিরোধী।'
বক্তব্যের শুরুতে আলোচকদের প্রশংসা করে তিনি বলেন, ‘এই আলোচনাচক্রের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি। সনাতন-বিরোধী আলোচনাচক্রের পরিবর্তে আপনারা এই আলোচনাচক্রের নাম দিয়েছেন সনাতন বিলুপ্তি আলোচনাচক্র। যে স♐িদ্ধান্তের প্রশংসা করছি।’ তাঁর এই মন্তব্যের পর শুরু হয় রাজনৈতিক তারজা।