করোনা মোকাবিলা করার লক্ষ্যে ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল রাষ্ট্রসংঘ। তবে সেই হাত ফিরিয়ে দিয়েছিল ভারত। এমনই দাবি করল💞েন রাষ্ট্রসংঘের এক মাখপাত্র। রাষ্ট্রসংঘ প্রধানের ডেপুটি মুখপাত্র ফারহান হক সংসবাদ সংস্থা পিটিআইকে এই বিষয়ে বলেন, 'আমাদের ইন্টিগ💟্রেটেড সাপ্লাই চেনের অধীনে ভারতকে সাহায্য দিতে চেয়েছিলাম আমরা।'
ফারহান হক এরপর বলেন, 'সেই সময় ভারত বলেছিল যে পরিস্থিতি মোকাবিলা করার জন্য তারা তৈরি। কিন্তু আমাদের সেই প্রস্তাব এখনও বহাল রয়েছে। আমরা এখনও যেকোনও উপায়ে ভারতকে সাহ💎ায্য করতে প্রস্তুত।'
এদিকে রাষ্ট্রস🌜ংঘের সাহায্য গ্রহণ না করলেও মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো দেশ থেকে সাহায্য নিচ্ছে ভারত। এই আবহে বৃহস্পতিবার প্রথম দফায় ভারতে আসছে প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন সিলিন্ডার। আগামী এক সপ্তাহ ধরে এই সরবরাহ করবে আমেরিকা। বিবৃতি অনুযায়ী ১০০০ অক্সিজেন সিলিন্ডার, ১ কোটি ৫০ লক্ষ এন৯৫ মাস্ক আর ১০ লক্ষ ব়্যাপিড ডায়গনস্টিক টেস্টের 💖সরঞ্জাম পাঠাবে তারা।
এমনকি আমেরিকার ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকাকেও নিজেদের🅰 জন্য তৈরি করা ভ্যাকসিন ভারতে পাঠাতে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ। এই সংস্থাকে দু'কোটিরও বেশি ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে।