ডিসেম্বর পর্যন্ত চাপ কমবে না। RBI-এর ন⛦ির্ধারিত লক্ষ্যসীমার বেশিই থাকবে দেশের মুদ্꧙রাস্ফীতি। এমনই আশঙ্কার কথা বললেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। টাইমস অফ ইন্ডিয়াতে দেওয়া এক বিবৃতিতে এমনটা বলেন তিনি।
'মুদ্রাস্ফীতির পূর্বাভাসে বদল আনার প্রক্রিয়া চলছে। ডিসেম্বর পর্যন্ত, সিপিআই লক্ষমাত্রার চেয়ে বেশি থাকবে বলে মনে করা 🎉হচ্ছে। তারপরে অবশ্য, ✃আমাদের বর্তমান অনুমান অনুযায়ী তা ৬%-এর নিচে চলে যাবে বলে আশা করা হচ্ছে,' জানান তিনি।
এপ্রিল মাসে খুচরো মূল্যস্ফীতি আট বছরের সর্বোচ্চ ছুঁয়ে ফেলে। মূল্যস্ফীতির হার🧔 দাঁড়ায় ৭.৭৯%। মে মাসে যদিও সংখ্যাটা কিছুটা হ্রাস পায়।
তবে এই নিয়ে 𒁃টানা ৫ মাস ধরে মূল্যস্ফীতির হার আরবিআই-এর সহনশীল সীমার(২%-৬%) উপরে রয়েছে।
শক্তিকান্ত দাস বলেন, বর্তমান 🥀মুদ্রাস্ফীতি সাপ্লাই-সাইডের মাধ্যমে প্রভাবিত হচ্ছে। তবে এখনও মুদ্রা🎃নীতি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
'মুদ্রাস্ফীতির পূর্বাভাস শুধুমাত্র পরিবারদের নয়, ব্যবসাগুলিকেও প্রভাবিত করে। খাদ্য, উৎপাদিত পণ্য ও পরিষেবার মূল্য বৃদ্ধি করে। যদি তারা মূল্যস্ফীতি বেশি হওয়ার আশা করে, সেক্ষেত্রে অনেকে বিনিয়োগের পরি🎉কল্পনাও পিছিয়ে দেবে,' যোগ করেন আরবিআই গভর্নর।
তবে এতে আশঙ্কিত হওয়ার কিছু নেই, আশ্বাস দিয়েছেন তিনি। শক্তিকান্ত দাস জানান, ভারত🦩ের অর্থনীতি স্থিতিশীল। মহামারীর ধাক্কা থেকে ধীরে ধীরে পুন🌊রুদ্ধার হচ্ছে।
চলতি মাসের শুরুতে ভারতের মুদ্রানীতি কমিটি (MPC) সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। মে মা🌳সেও ৪০ বিপিএস বৃদ্ধি পেয়েছিল। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চাপ নিয়ন্ত্রণে এমনটা করা হয়। আগামী মাসগুলিতেও এই ধারা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।