ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারতের 💜হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে অনেকে অনকে তত্ত্ব তুলে ধরেছেন। কেউ এর জন্য পিচকে দায়ী করেছেন আবার কেউ দলের দিকেই আঙুল তুলেছেন। তবে ফাইনালে ভারতের হারের পরেই তা শুরু হয়েছে রাজনীতি। আর এবার ভারতের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আজব যুক্তি দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে বিশ্বকাপ ফাইনাল রাখা হয়েছিল। সেই কারণে ভারত হেরে গিয়েছে। মূলত কংগ্রেসকে কটাক্ষ করতেই এমন মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী। আর তাঁর এই মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: 'ওরা ইসলাম ধর্মের...' মুসলিম বলেই꧂ ভারতের পরাজয়ে খুশি বাংলাদেশিরা? দাবি তসলিমার
কী বলেছেন মুখ্যমন্ত্রী?
তিনি বলেছেন, ‘আমরা (ভারতীয় ক্রিকেট দল) সব খ🔯েলায় জিতেছি এবং ফাইনালে হেরেছি। আমরা কেন ম্যাচ হেরেছি তা জানতে গিয়ে আমি দেখতে পায় যে ইন্দিরা গান্ধীর জন্মদিনে বিশ্বকাপের ফাইনাল খেলা হয়েছিল। 🀅আমরা ইন্দিরা গান্ধীর জন্মদিনে বিশ্বকাপের ফাইনাল খেলেছিলাম। আর সেই কারণে আমরা হেরেছি।’
গান্ধী পরিবারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বিসিসিআই-এর কাছে আমার একটা অনুরোধ আছে। অনুগ্রহ করে যেদিন গান্ধী পরিবারের কোনও সদস্যদের জন্মদিন থাকবে সে দিন ভারত যেন না খেলে। আমি বিশ্বকাপ ফাইনাল দেখে এটা বুঝেছি।’ গত রবিবার বিশ্বকাপ ফাইনাল💃ে ভারতের হারের পরেই শুরু হয় রাজনৈতিক তরজা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘অশুভ’ বলে মন্তব্য করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, স্টেডিয়ামে নরেন্দ্র মোদী যাওয়ার কারণে ভারত ফাইনাল হেরেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্যদের সঙ্গে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল দেখতে গিয়েছিলেন। ভারতের পরাজয়ের পর থেকে অশুভ শব্দটি সোশ্যাল মাধ্যমে প্রচলিত হয়েছে।
অন্যদিকে, বাংলার মন্🤪ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও ভারতের হার নিয়ে রাজনৈতিক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল হওয়ার জন্যই ভারত হেরেছে। কলকাতার ইডেনে খেলা হলে ভারত জিতে যেত। প্রসঙ্গত, গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিল ভারতীয় দল। পরপর ১০টা ম্যাচ জিতে জ🍃য়ী হয়ে ফাইনালে পৌঁছেছিল ভারত। তাতে দেশবাসী আশায় বুক বেঁধেছিলেন। আশা ছিল, ২০১১ সালের পর এবার ফের বিশ্বকাপ ঘরে আনতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। সে মতো বিশ্বকাপের সকাল থেকেই গোটা দেশজুড়ে দেখা দেয় ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা। কিন্তু, বিশ্বকাপ ফাইনাল শেষে স্বপ্নভঙ্গ হয়ে যায় গোটা দেশবাসীর।