গত রবিবার ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে পরাজিত হল ভারত। ২০০৩ এর স্মৃতি এদিন ফিরে এল। কুড়ি বছর পর আবার জয়ের এত কাছাকাছি এসেও হের꧑ে যেতে হয় রোহিতদের টিমকে। এবারের বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে ওঠে ভারত। কিন্তু ফাইনালে খেলা উল্টে যায়। ফা🀅ইনালের আগে অনেকেই বলেছিলেন ভারত নাকি কারসাজি করে জিতছে। কিন্তু যেই ফাইনালে টিম ইন্ডিয়া হারল তখন বাংলাদেশের একাংশ নাগরিক উৎসবে মেতে উঠেছে। পড়শির হারে যেন তারা ভীষণই আনন্দিত। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন তসলিমা নাসরিন।
বিশ্বকাপে ভারতের হারের পর বাংলাদেশের প্রতিক্রিয়া দেখে কী বললেন তসলিমা?
এদিন তসলিমা নাসরিন একটি পোস্ট করেন বিশ্বকাপের ফাইনালে ভারতের হার এবং সেটার পর বাংলাদেশিদের একাংশের প্রতিক্রিয়া নিয়ে। তিনি এদিন সোজাসুজি দাবি করেন ভারত বাংলাদেশকে এত কিছুতে এত ভাবে সাহায্য করার পরও ব⭕াংলাদেশের একটি অংশের নাগরিকরা আনন্দ পায় কারণ তাঁরা মুসলিম।
আরও পড়ুন: 'ধর্ষকদের আ𝓀বার দিবস কিসে?' পুরুষ মাত্রেই অত্যাচারী-নির্যাতক? তসলিমা🍃র পোস্ট ঘিরে হইচই!
আরও পড়ুন: অ্যাকশনে ভরপুর🤪 'কিং' শাহরুখের সঙ্গী এবার কন্যা সুহানা, কবে থেকে শুরু হচജ্ছে শুটিং?
এদিন তিনি তাঁর পো🌠স্টে লেখেন, 'বাংলাদেশের তরুণ মুসলিমরা ভীষণ খুশি কারণ ভারত বিশ্বকাপে ভারত হেরে গিয়েছে বলে। ভারত যেখানে মুক্তিযুদ্ধে তাদের দেশকে সমর্থন করেছিল, যেখানে তারা প্রায় সব কিছুর জন্যই ভারতের উপর নির্ভর সে স্বাস্থ্য, বিনোদন, পোশাক, মাংস, পেঁয়াজ সহ যা কিছুই হোক না কেন সেখানে তারা এত অ্যান্টি-ভারতীয় কেন জানেন? বাংলাদেশ সরকার ওদের ইসলাম ধর্ম পালন করতে উৎসাহ দেয় তাই সেইজন্যই তারা অ্যান্টি-হিন্দু হিসেবে গড়ে উঠেছে।