সংঘর্ষ বিরতি। ভারত-পা⛎🔜ক সংঘর্ষ বিরতি। ফের এনিয়ে মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের টুইট এসেছে যে তিনি বলছেন দুই দেশ, আমাদের দেশ ও পাকিস্তান সংঘর্ষ বিরতি মেনে নিয়েছে। এটা জম্মু ও কাশ্মীরের মানুষের কাছে খুশির খবর। গত কয়েকদিন ধরে তারা সেলিংয়ের শিকার হচ্ছিলেন। সাধারণ মানুষ সমস্যায় পড়ছিলেন। বাচ্চারা মুশকিলে পড়ছিল। এই খবর শুনে স্বস্তি পাবেন অনেকে। এ𒈔খানকার ও বাইরেরও। …আমি বলছি মিলিটারি সলিউশন ইস নো সলিউশন। এটাকে রাজনৈতিক সমাধান হওয়া দরকার। রাজনৈতিক হস্তক্ষেপ হওয়া দরকার। আমাদের দেশ অনেক বড় দেশ। এর শক্তি অনেক। এখানকার চাষ আবাদ অনেক ভালো, আমার বিশ্বাস দুই দেশ কথা বলে সমস্যা মেটাতে পারবে। একটা ঘটনা হল আর তারপরই যুদ্ধ লেগে যাবে এমনটা নয়।… আমার খুব খুশি লাগছে ডোনাল্ড ট্রাম্প যে খবর দিয়েছেন। এটা শুধু জম্মু কাশ্মীরের জন্য নয়,এই দেশের জন্য নয়, এটা পুরো শান্তির বার্তা নিয়ে এসেছে। বলেছেন মেহবুবা মুফতি।
তবে এর আগেও সংঘর্ষ চলার সময়তেও মেহবুবা কাশ্মীরের সাধারণ মানুষের✃ সমস্যার কথা উল্লেখ করেছিলেন।
সেই সময় তিনি বলেছিলেন, আমি বুঝতে পারছি না এই যে পরিস্থিতি তার মধ্য়ে বাচ্চাদের কী দোষ! এই ক্রশফায়ারে তারা ফেঁসে যাচ্ছে। …কার্গিল, পাঠানকোট, পুলওয়ামা অথবা পহেলগাঁও মিলিটারি অ্য়াকশন উপসর্গকে নিরাময় করে কিন্তু রোগের যে আসꩵল কারণ সেখানে পৌঁছয় না। এটা সমাধান করে না, শান্তি আনে না। আমাদের দেশ গোটা পৃথিবীতে বড় একটা ফোর্স হিসাবে উঠে আসছে। উভয় দেশেরই উচিত রাজনৈতিক হস্তক্ষেপ,সামরিক হস্তক্ষেপে কিছু হবে না। পুলওয়ামার পরে বালাকোট হল তাকে কী হল? আজ পহেলগাঁও হল তারপরে যা হল .. পুলওয়ামার পরে বালাকোট এয়ারস্ট্রাইকের মাধ্য়মে আমরা কী পেয়েছি? আমি উভয় দেশের নেতৃত্বকে অনুরোধ করছি দয়া করে এই হামলা থামান…আমাদের বাচ্চারা রয়েছে। তাদের এখন খেলার সময়। আর কতদিন জম্মু কাশ্মীরের মানুষ, বিশেষত বর্ডার এলাকার মানুষরা এর ফল ভোগ করবেন? কতদিন চলবে? কত কোল আর খালি হবে? তারা ওই বড় স্ট্রাইকটা করার পরে তাদের উদ্দেশ্য সফল হয়েছে। একইভাবে পাকিস্তান দাবি করছে যে তারা আমাদের ৫ যুদ্ধ বিমানকে নামিয়ে দিয়েছে, পুঞ্চে আমাদের ব্রিগেড হেড কোয়ার্টারকে ধ্বংস করে দিয়েছে। তার মানে উভয়ই তাদের হিসেব বুঝে নিচ্ছে। কিন্তু আমাদের বাচ্চাদের কী দোষ! কেন আমাদের লোকজন রক্তাক্ত হচ্ছেন? আমি পাকিস্তানের নেতৃত্বের কাছে আবেদন করছি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করছি যিনি বলেছিলেন যুদ্ধের সময় শেষ হয়ে গিয়েছে, ইউক্রেনের সময় বলেছিলেন। রাজনৈতিক যদি উভয় প্রধানমন্ত্রী শুধু ফোনটা তুলে কথা বলে নিন আর সমস্যাটা দূর করুন, আপনাদের যা করার সেটা করেছেন, আমাদের যা করার সেটা করা হয়েছে। কিন্তু জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ মারা যাচ্ছেন…'