দেশজুড়ে করোনা প্রকোপের মধ্যে সুখবর। শুক্রবারের হিসেব অনুযায়ী, মোট ১৩.৬% রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই তথ্য জানিয়েছে কেন্দ্রী স্বাস্থ্য মন্ত্রক।বৃহস্পতিবার সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর পরিমাণ ছিল ১২.২ %। বুধবার তা ছিল ১১.৪১%। গত মঙ্গলবার সেরে ওঠা রোগীর পরিমাণ ছিল ৯.৯৯%।স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা বলছেন, এই ধারা বজায় থাকলে করোনা মোকাবিলায় দেশে উন্নতি ঘটছে, তা বলা যায়।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২৬০ জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ১৮৩। এ পর্যন্ত সবচেয়ে বেশি সুস্থ হওয়ার খবর মিলেছে এ দিনই। সর্বমোট সুস্থ ব্যক্তির সংখ্যা ১,৭৫৮।সারা দেশের মধ্যে এ পর্যন্ত সবচেয়ে বেশি সুস্থ হযে ওঠা রোগী পাওয়া গিয়েছে কেরালায়। এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৪৩২। তাঁদের মধ্যে অ্যাক্টিভ রোগী ৩৯৫ জন, মারা গিয়েছেন ৩ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৪৫ জন। মহারাষ্ট্র, দিল্লি, তামিননাডুর চেয়ে এই মুহূর্তে সুস্থতার ভিত্তিতে অনেকটাই এগিয়ে রয়েছে কেরালা।সংক্রমণের ভিত্তিতে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। এ রাজ্যে মোট ৩,৬৯৯ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৩,২০৫ জন অ্যাক্টিভ রোগী। সুস্থ হয়ে উঠেছেন ৩০০ জন। সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৯৪ জন।