আবারও দৈনিক করোনাভাইরাস আক্রান্তের নিরিখে রেকর্ড তৈরি হল। শ꧋ুধু তাই নয়, এই প্রথম ভারতে দৈনিক নয়া সংক্রমিতের সংখ্যা ৪০,০০০-এর গণ্ডি পার করল। তার জেরে ভারতে মꦉোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১১৮,০৪৩। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪০,৪২৫ জন আক্রান্ত হয়েছেন। সেখানেই উদ্বেগের মাত্রা শেষ হয়নি। গত শুক্রবার সকালে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ানোর পর মাত্র তিন দিনে আরও ১১৪,২২১ জন করোনার কবলে পড়েছেন। ꦕআর জুলাইয়ের প্রথম ২০ দিনের পরিসংখ্যান ধরলে সেই সংখ্যাটা ৫১৩,৪১২।
অন্যদিকে, রবিবার মৃতের সংখ্যা ৫০০-র ঘরে নেমে আসার পর সোমবার তা আবারও ৭০০-র কাছে পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৬৮১ জন করোনায় মারা গিয়েছেন। ফলে সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭,৪৯৭। রবিবার অবশ্য স্বাস্থ্য মন্ত্রকের তরফে দাবি করা হয়, বিশ্বে করোনায় মৃಌত্যু হার সর্বনিম্ন ভারতে। এমনকী পাঁচ মাসে প্রথমবার ভারতে করোনায় মৃত্যু হার ২.৫ শতাংশের নীচে নেমে গিয়েছে।
মৃত্যু হার যেমন একদিকে কম,🐬 তেমনই ভারতে সুস্থ রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। সোমবার তা আরও একটি মাইলস্টোন পার করেছে। গত ২৪ ঘণ্টায় ২২,২৬৪ জন সুস্থ হয়ে ওঠার ফলে ভারতে করোনা যুদ্ধে জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০০,০৮৭। যদিও দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ২০,০০০ বেশি হওয়ায় সোমবারও সুস্থতার হার কমেছে। আপাতত দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে ৬২.৬১ শতাংশ। এদিকে, সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৯০,৪৫৯।