🔯 রাষ্ট্রসংঘে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে ভারতের সামনে বেআব্রু হয়ে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তাঁকে তুলোধোনা করে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি ভাবিকা মঙ্গলানন্দন সাফ জানান, পুরো দুনিয়া জানে যে প্রতিবেশীদের বিরুদ্ধে নিজেদের অস্ত্র হিসেবে সন্ত্রাসকে ব্যবহার করে আসছে পাকিস্তান। সেই সন্ত্রাসবাদের সঙ্গে আপস করার কোনও প্রশ্নই ওঠে না। বরং ইসলামাবাদের মাথায় এই বিষয়টা ভালোভাবে ঢুকিয়ে নেওয়া উচিত যে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালানোর ফল ভুগতেই হবে পাকিস্তানকে। সেইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। যে দেশে রিগিং করে নির্বাচন হয়, সেই দেশ আবার গণতন্ত্র নিয়ে কথা বলতে এসেছে বলে কটাক্ষও করেন ভারতের কূটনীতিবিদ।
পাকিস্তানকে নাকানি-চোবানি খাওয়ালেন ভাবিকা
𝐆তিনি সেই মন্তব্য করেন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে। প্রাথমিকভাবে কাশ্মীর এবং ভারতীয় মুসলিমদের নিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে মুখ খোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ‘উত্তর দেওয়ার অধিকার’-র ক্ষমতা প্রয়োগ করে পালটা পাকিস্তানকে নাকানি-চোবানি খাইয়ে দেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা।
চরম ভণ্ডামি, পাকিস্তানকে আক্রমণ ভারতের
ౠকাশ্মীর এবং ভারতীয় মুসলিমদের প্রতি 'দরদি' হয়ে ওঠার যে চেষ্টা করেন শরিফ, সেই মুখোশ খুলে দিয়ে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী কার্যকলাপের একটা তালিকা তুলে ধরেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি। তিনি বলেন, ‘(পাকিস্তান) আমাদের দেশের সংসদে হামলা চালিয়েছে। আমাদের অর্থনৈতিক রাজধানী মুম্বইয়ে (হামলা চালিয়েছে)। (আমাদের) বাজারে (হামলা চালিয়েছে)। (আমাদের) তীর্থযাত্রীদের (হামলা চালিয়েছে)। এই তালিকাটা দীর্ঘ। আর সেরকম একটা দেশ যে হিংসার বিরুদ্ধে কথা বলছে, সেটা চরম ভণ্ডামি।’
আরও পড়ুন: 🃏Pakistani Beggars: তীর্থযাত্রীর ছদ্মবেশে ভিখারি পাঠানো বন্ধ করুন! পাকিস্তানকে হুঁশিয়ারি সৌদি আরবের
💃পাকিস্তানের আরও একটা চরম 'ভণ্ডামি'-র নির্দশন তুলে ধরে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা। তিনি বলেন, ‘সবথেকে বড় ব্যাপার হল, যে দেশের রিগিং করা নির্বাচনের একটা সুদীর্ঘ ইতিহাস আছে, সেই দেশ নাকি রাজনৈতিক পছন্দ-অপছন্দ নিয়ে কথা বলছে। তাও নাকি একটা গণতান্ত্রিকের দেশকে নিয়ে।’
কাশ্মীরের সঙ্গে প্যালেস্তাইনেরও তুলনা করেন শরিফ
🔴ভাবিকা সেই চাঁচাছোলা জবাব দেন জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা ফিরিয়ে আনা এবং গণভোটের আয়োজনের দাবি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, 'একতরফা এবং অবৈধভাবে' ভারত যে পদক্ষেপ করেছে, সেটা ফিরিয়ে আনা হোক। অর্থাৎ ৩৭০ ধারা রদের সিদ্ধান্ত ফিরিয়ে নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা এবং 'কাশ্মীরিদের ইচ্ছা মেনে' ভারতের আলোচনার টেবিলে বসা উচিত। কাশ্মীরের সঙ্গে প্যালেস্তাইনেরও তুলনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: 🍸Shiite-Sunni Clash in Pakistan: পাকিস্তানে শিয়া-সুন্নি বিবাদে ঝরছে রক্ত, কুররাম জেলায় নিহত অন্তত ২৫
🐼সেইসঙ্গে ভারতীয় মুসলিমদের প্রতিও দরদ দেখাানোর মরিয়া চেষ্টা করেন শরিফ। তিনি দাবি করেন যে ভারতের 'ইসলামোফোবিয়ার' উদ্বেগজনক ছবি ধরা পড়েছে। আর সেটার পালটা দিয়ে ভাবিকা বলেন, ‘এটা হাস্যকর যে দেশ ১৯৭১ সালে গণহত্যা চালিয়েছিল এবং এখনও লাগাতার সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে, তারা নাকি অসহিষ্ণুতা এবং ফোবিয়া নিয়ে কথা বলছে।’
জয়শংকরও আসছেন!
🔯আর ভাবিকার সেই চাঁচাছোলা জবাব নেহাতই ট্রেলার ছিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ আজ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা আছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। আর তখন পাকিস্তান পুরো 'সিনেমা' দেখতে পাবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।