আরও একবার চিন ও পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়ে ভারত সফলভাবে🦋 পরীক্ষামূলক উৎক্ষেপণ করল অগ্নি ব্য়ালাস্টিক মিসাইলের। এদিন ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই সফল উৎক্ষেপণ করে ভারত। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের তরফে ভারত ভূষণ বাবু এই কথা জানান।
অসামান্য নিখুঁত টার্গেটে 🅷এই মিসাইল নিশানা করার ক্ষমতা রাখে বলে জানা যাচ্ছে। স্বভাবতই সেই জায়গা থেকে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে এই মিসাইলের গুরুত্ব অপরিসীম। ফলে ভারতের প্রতিরক্ষাক্ষেত্রে এটি একটি মাইলস্টোন। এটিকে প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ বা পরীক্ষামূলক উৎক্ষেপণের আওতা. রাখা হচ্ছে। যার হাত ধরে খতিয়ে দেখা গয়েছে, অপারেশনাল দিক থেকে ও প্রযুক্তিগত দিক থেকে কতটা কার্যকরি এই মিসাইল। পিআইবির তরফে একটি প্রেস রিলিজে জানানো হয়েছে, ‘মিডিয়াম রেঞ্জ ব্যালাস্টিক মিসাইল অগ্নি ১ এর সফল ট্রেনিং লঞ্চ সম্পন্ন হয়েছে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমা🤪ন্ডের হাত ধরে, এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে।’ উল্লেখ্য, বৃহস্পতিবার ১ জুন ওড়িশার এই দ্বীপ থেকে এই বিশেষ ব্যালাস্টিক মিসাইল উৎক্ষেপণ হয়।
( আরও বড় PMO অফিস, ৭৭ মন্ত্রীর নিজস্ব আলাদা দফতর থাকছে নয়া সংস😼দভবনে, তথ্য একনজরে)
বলা হচ্ছে, খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন নিখুঁত নিশানা নিয়ে এই মিসাইল টার্গেটে আছড়ে পড়তে পারে। এদিকে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে মার্কি🎉ন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি বড়সড় চুক্তি সম্পন্ন হয়েছে। সেখানে ভারতের হ্যাল ও মার্কিন যুক্তরাষ্ট্রের জিইর তরফে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যেখানে সামরিক পরিবহনের ক্ষেত্রে জোর দিয়ে দুই দেশ একজোটে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে যৌথভাবে দুই সংস্থা দেশের মাটিতে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি♈ করতে পদক্ষেপ করছে।
এই খবরটি আপনি পড়তে পারেಞন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড 🌱করার লিঙ্ক