আগামী ১৬ জ🐬ানুয়ারি টিকাকরণ কর্মসূচি শুরুর মাধ্যমে কোভিড অতিমারীর বিরুদ্ধে লꦿড়াইয়ে যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে ভারত। শনিবার টুইটার পোস্টে এমনই পূর্বাভাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১৬ জানুয়ারি প্রায় ৩𒉰০ কোটি স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির কোভিড যোদ্ধাদের কোভিড প্রতিষেধক ভ্যাক্সিন প্রয়োগের মাধ্যমে টিকাকরণ কর্মসূচি শুরু করতে চলেছে ভারত। প্রধানমন্ত্রী এ দিন তাঁর টুইটে উল্লেখ করেছেন, টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হবে ‘আমাদের সাহসী চিকিৎসকদের, স্বাস্থ্যকর্মীদের এবং সাফাইকর্মী-সহপ্রথম সারির করোনা যোদ্ধাদের।’
কেন্দ্রীয় সরকার প্রকাশিত বিবৃতি অনুযায়ী, এঁদের পরেই টিকা দেওয়া হবে পঞ্চাশোর্ধ্ব এবং কোমর্বিডিটি যুক্ত পঞ্চাশ বছর🅘ের কমবয়েসি নাগরিকদের। এঁদের সংখ্যা ধরা হয়েছে মোটামুটি ২.৭ কোটি♌।
শনিবার সকালে দেশের করোনাভাইরাস অতিমারী পরিস্থিতির পর্যালোচনায় এক বৈঠকে নেতৃত🅺্ব দেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে টিকাকরণ কর্মসূচি শুরুর আগে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রস্তুতিপর্বও তিনি খতিয়ে দেখে𝓡ন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, ক্যাবিনেট সচিব এবং কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। আলোচনায় প্রধানমন্ত্রীকে কো-উইন (Co-Win) অ্যাপ ও টিকাকরণ কর্মসূচির মহড়া সম্পর্কেও সবিস্তারে জানানো হয়।
গত ৩জানুয়ারি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ও ভারত বায়োটেক উৎপাদিত দুটি কোভিড ভ্যাক্সিনকে জরুরি ভিত্তিক ব্যবহারের অনুমোদন দেয় ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক🌌 দুই টিকাকেই নিরাপদ ও কোভিড প্রতিরোধে সক্ষম বলে চিহ্নিত করেছে।