খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার মৃত্যু নিয়ে ভারত ও কানাডার যে সংঘাত শুরু হয়েছে, তা থামার কোনও লক্ষণꦅ নেই। বরং দু'দেশের মধ্যে উত্তরোত্তর বাড়ছে সংঘাত। সেই পরিস্থিতিতে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি। সেই পরিস্থি🌃তিতেত কানাডায় যেতে চাওয়া ভারতীয় পড়ুয়া ও তথ্যপ্রযুক্তি সংস্থা কর্মীদের কিছুটা দোটানায় পড়েছেন। তবে দোটানার কিছু নেই। ভিসা সংক্রান্ত আপনার যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন এই প্রতিবেদনে।
১) কানাডায় বসবাসকারী কানাডিয়ানরা কি ভারতে আসার জন্য নতুন করে ভিসার আবেদন করতে পারবেন?
না। যাঁদের ইতিমধ্যে ভিসা আছে, তাঁদের 🔯ছাড়া নতুন করে কানাডার নাগরিকদের জন্য ভিসা পꦬরিষেবা স্থগিত রেখেছে ভারত।
২) ভারতে থাকা ভারতীয়রা কি কানাডায় যেতে পারবেন?
আপাতত কানাডায় যেতে পারবেন ভারতীয়রা। কারণ আপাতত ভারতীয়দের ভিসা প্রদানের উপর কোনও স্থগিতাদেশ জারি করেনি 🌺কানাডা।
৩) কর্মসূত্রে বা ব্যবসার কারণে ভারতে আসতে পারবেন কানাডার নাগরিকরা?
হ্যাঁ। ইতিমধ্যে কানাডার যে নাগরিকদের কাছে ভারতীয় ভিসা আছে, তাঁরা ভারতে আসতে পারবেন। বাকিরা পার𝓀বেন না। কারণ সবক্ষেত্র🦹েই কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত রেখেছে ভারত।
৪) ভারতীয় ভিসা বা 'ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া' কার্ড থাকা কানাডিয়ানরা কি ভারতে আসতে পারবেন?
হ্যাঁ। ইতিমধ্যে যাঁদের বৈধ ভিসা আছে, সেই কানাডিয়ানরা ভারতে আসতে পারবেন। বৃহস্পতিবারই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 🔴'ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া' কার্ড থাকা কানাডিয়ানরা ভারতে আসতে পারবেন।
৫) প্রবাসী কানাডিয়ানরা কি ভারতে ভিসার জন্য আবেদন করতে পারবেন?
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 💞কানাডার কোনও নাগরিক যদি বিদেশেও (অর্থাৎ কানাডার বাইরে অন্য কোনও দেশে) থাকেন, তাহলে তাঁকে আপাতত ভারতীয় ভিসা দেওয়া হবে না। তাঁরা ভিসার আবেদন করতে করত🐭ে পারবেন না বলে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
৬) কানাডার যে নাগরিকরা আপাতত ভারতে আছেন, তাঁদের উপর কি কোনও প্রভাব পড়বে?
না। ওই কানাডিয়ানদের ভিসা বৈধ থাকবে। নিজেদের ভিসার♕ ক্যাটেগরি অনুযায়ী, তাঁরা ভিসার মেয়াদ বৃদ্ধি বা পুনর্নবীকরণের জন্য আবেদন করতে পারবেন।
৭) ভারতীয় পড়ুয়ারা কি কানাডার বিশ্ববিদ্যালয়ে ভরতি হতে পারবেন?
আপাতত কানাডার বিশ্ববিদ্যাল🔯য়ে ভরতির ক্ষেত্রে ভারতীয় পড়ুয়াদের উপর কোনওরকম বিধিনিষেধꦡ আরোপ করেনি অটোয়া।
৮) আমি একজন ভারতীয় পড়ুয়া (তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীও হতে পারেন)। আমি কি কানাডায় যেতে পারব?
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত থেকে কোনও পড়ুয়া, তথ্যপ্রযুক্তি সংস্থা-সহ কোনও ভারতীয়দের কানাডায় যাওয়ার উপ𒊎র বিধিনিষেধ নেই। তবে কানাডায় যে ভারতীয়রা আছেন, তাঁদের জন্য ইতিমধ্যে বিশেষ নির্দেশিকা জারি করেছে সাউথ ব্লক।
ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘যেভাবে কানাডায় ভারত-বিরোধী কার্যকলাপ এবং রাজনৈতিক-মদতপুষ্ট ঘৃণামূলক ঘটনা ও হিংসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেই পরিস্থতিতে স𒆙েখানে বসবাসকারী সকল ভারতীয় এবং কানাডায় যাওয়ার পরিকল্পনা করা ভারতীয়দের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’