এখনই ভারত–বাংলাদেশ সীমান্ত খোলা হচ্ছে না।চলতি মাসে এই আন্তর্জাতিক সীমান্ত খোলা হবে না।এমনই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।সোমবার এই মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়েছে বাংলাদেশ সরকারের বꦑিদেশ মন্ত্রকের তরফে।
এর আগে বাংলাদেশ সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, ১৪ জুন পর্যন্ত ভারত–বাংলাদেশ সীমান্ত বন্ধ থাকবে।কিন্তু সোমবার শেখ হাসিনা সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, ৩০ জুন পর্যন্ত এই আন্তর্জাতিক সীমান্ত বন্ধ থাকবে।সীমান্তবর্তী গ্রামগুলিতে করোনার প্রকোপ বাড়ায় আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত ২৬ এপ্রিল চলতি বছরে প্রথম ভারত–বাংলাদেশ সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।প্রথমে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ রাখা হয়েছিল।তারপর ধাপে ধাপে সীমান্ত বন্ধ রাখার মেয়♌াদ বাড়ানো হয়।তবে বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে, ১৫ দিন বা তার থেকে কম বয়সের কোনও বৈধ ভিসার ক্ষেত্রে বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন।সেক্ষেত্রে ওই ব্যক্তিকে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।
উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত পথ বন্ধ হয়ে যাওয়ায় বেনাপোল, আখাউরা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে বাংলাদেশিদের দেশে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়।পরে দর্শনা, হিলি ও সোনামুখী এই তিনটি বন্দর দিয়ে ভারত থেকে বা💝ংলাদেশিদের ফেরার সুযোগ দ🦩েয় সরকার।সম্প্রতি সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সোনামুখী বন্দর দিয়ে বাংলাদেশিদের দেশে ফেরা বন্ধ করে দেয় সরকার।