ভারতীয়-মার্কিন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন। এবার একেবারে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নামতে পারেন আরও এক ভারতীয়-মার্কিন প্রার্থী। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচ▨নের যুদ্ধে নামতে চলেছেন বিবেক রামাস্বামী। মার্কিন মুলুকে বসবাসকারী এই উদ্যোক্তা একটি বড় সংস্থার CEO । রিপাবলিকান দলের হয়ে লড়তে পারেন তিনি। এই বিষয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে।
বিবেক রামাস্বামী মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজে মেধার সংস্কৃতি পুনরুদ্ধার করতে চান বলে জানিয়েছেন। মার্কিন চেতনাকে পুনরুজ্জীবিত করতে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে সামিল হওয়ার কথা ভাবছেন তিনি। আরও পড়ুন: হোয়াইট হাউজে ‘গ্র্যান্ড দিওয়ালি’, কমলাকে পাশে নিয়ে পার্টিতে মাতলেন বা🅷ইডেন
ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামীর বয়স বেশি নয়। মাত্র ৩৭ বছর। দক্ষিণ-পশ্চিম ওহাইওতে বেড়ে ওঠা। 'দ্য নিউ ইয়র্কারে'র রিপোর্ট অনুযায়ী, তাঁর বাবা ইঞ্জিনিয়ার এবং জেনারেল ইলেকট্রিকের পেটেন্ট অ্যাটর্নি ছিলেন। মা একজন জেরিয়াট্রিক সাইকিয়াট্রিস্ট। পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী, দারুণ মেধাবী পড়ুয়া ছিলেন বিবেক রামাস্বামী। মার্কিন মুলুকের অন্যতম নামজাদা বিশ্ববিদ্যালয়, ইয়েল থেকে ওকালতি পাশ ক🗹রেন। আরও অবাক করার মতো বিষয় হল, তার আগে তিনি আরও এক প্রখ্যাত বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড থেকে জীববিজ্ঞানে স্নাতক হয়েছিলেন।
২০১৪ সালে ফার্মাসিউটিক্যাল ඣরিসার্চ ফার্ম 'রোইভেন্ট সায়েন্সেস' স্থাপন করেন। আর এই সংস্থাই তাঁর জীবন বদলে দেয়। কোটি-কোটি টাকার ব্যবসা দাঁড় করান তিনি। এছাড়াও 'স্ট্রাইভে'র চেয়ারম্যানের পদে আসীন তিনি। এটি একটি সম্পদ নিয়ন্ত্রক সংস্থা। এটি ব্যবসায়ীদের🦩 রাজনৈতিক এবং সামাজিক সমস্যা এড়াতে সাহায্য করে।
২০১৬ সালের ফো෴র্বস প্রতিবেদন অনুযায়ী, বিবেক রামাস্বামীর মোট সম্পদের মূল্য $৬০০ মিলিয়ন (প্রায় ৪,৯৬০ কোটি টাকা)।
অর্থাত্ বেশিরভাগ রিপাবলিকান প্রার্থীর মতোই তিনিও একজন ধনকুবের ব্যবসায়ী। পরিবেশ, সামাজিক এবং শাসনব্যবস্থায় সরকারি নজরদারির বিরোধী। তার বদলে সামাজিক 'জাগরণ' এবং বিপুল ব্যবসায়িক বিনিয়োগে বিশ্বাসী। রিপাবলিকান নীতি মেনেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের 'দুর্বল পুঁজিবাদে'র বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তাঁর মতে, সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়ের চেয়েও মুনাফা এবং উদ্ভাবনে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। আরও পড়ুন: Google Layoffs: ২০ বছর ꦬসঁপে দিয়েছেন নিজেকে, এক ইমেলে চাকরি থেকে তাড়িয়ে দিল Google
ইতিমধ্যেই অপর এক ভারতীয়-মার্কিন নিমরাত রনধাওয়া, ওরফে নিকি হ্যালি প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন বলে ঘোষণা করেছেন🐠। আর এরই ম𝓀ধ্যে আরও একজন নির্বাচনে নামছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক