৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে উদ্ধার করবে না ভারত। কারণ তিনি ভারতীয় নাগরিক নন। আর তাই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ছেড়ে নিজের দেশে ফিরবেন না ভারতীয় নাগরিক গগন। তাঁর সাফ কথা, আমার স্ত্রী না যেতে পারলে আমিও যাব না। ইউক্রেনের রাজধানী কিয়েভে থাকতেন গগন ও তাঁর গর্ভবতী স্ত্রী। যুদ্ধ শুরু হতেই কোনও ভাবে পশ্চিম ইউক্রওেনে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন তাঁরা। এরই মধ্যে ভারতের তরফে শুরু করা হয় অপারেশন গঙ্গা। এই অভিযানে করে নিরাপদে ভারতে ফেরার ক্ষেত্রে যোগ্য ছিলেন গগন। তবে তিনি জানতে পারেন যে তাঁর স্ত্রী যেহেতু ভারতীয় নয়, তাই তাঁকে ভারত উদ্ধার করবে না। আর এরপরই বাবা হতে চলা গগন নিয়ে ফেলেন কঠোর সিদ্ধান্ত।
গগন সংবাদ সংস্থা এএনআইকে বলেন যে তিনি তাঁর পরিবার এবং তাঁর আট ম𝔉াসের গর্ভবতী স্ত্রীকে নিয়ে ꦉইউক্রেনে ছেড়ে দিয়ে যেতে পারবেন না। তিনি বলেন, ‘আমরা পোল্যান্ডে চলে যাব। আমরা বর্তমানে লভিভে এক বন্ধুর বাড়িতে আছি।’
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ করে ইউক্রেনের উপর। যুদ্ধ শুরু হওয়ার দুই দিন পর থেকে ভারত অপারেশন গঙ্গা চালু করে। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে এই অভিযান চালু করা হয়। ইউক্রেনে বসবাসরত ২০ হাজার ভার🤪তীয়র মধ্যে প্রায় ১৬ হাজার জনকে দেশে ফেরানো হয়েছে এখনও পর্যন্ত। আরও তিন হাজার ভারতীয় এখনও পড়শি দেশগুলি💛তে আছে। তাদের ধাপে ধাপে ফেরানো হবে। কিয়েভ, খারকিভে এখনও আর কোনও ভারতীয় নেই। তবে রুশ সীমান্তবর্তী শহর সুমিতে এখনও প্রায় ৭০০ জন ভারতীয় আটকে। তাদের উদ্ধার করতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে ভারত।