রাতে ফোন চার্জে লাগিয়ে ঘুমনো যাবে না। খুব শীঘ্ই যাত্রীদের জন্য এমনই নির্দেশিকা আনতে চলেছে রেল। নয়া নিয়মে রাতে প্লাগ থেকে চার্জার খুল💝ে রাখতে হবে যাত্রীদের।
কিন্তু কেন এই নিয়ম? সম্প্রতি দূরপাল্লার ট্রেনে বেশ কিছু অগ্নিকাণ্ড ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মত বিশেষ💟জ্ঞদের।
ফোনের চার্জিংয়ের সময়ে এমনটা হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ নয়। অন্তত এমনটাই মনে করছেন রেলের কর্তারা। দিনের বেলায় এমনটা হলে তাও সঙ্গে সঙ্গে সাবধান হতে পারবেন যাত্রী ও রেলকর্মীরা। কিন্তু রাতে চার্জে বসিয়ে যাত্রীরা ঘুমিয়ে পড়লে বিপদ🥃 অনেকট☂াই বেশি।
যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সাবধানতা অবলম্বন কไরতে চলেছে রেল। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কামরার প্লাগ পয়েন্ট ব্য♈বহার করা যাবে না।
গত ১৩ মার্চ দেরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ আগুন লাগে। শর্ট সার্কিটই এর কারণ বলে প্রাথমিক অনুমান। অন্যদিকে সেই ঘটনার মাত্র ৬দিন পরেই রাঁচিতে স্টেশনে একটি মালবাহী ট্রেনের ইঞ♛্জ♔িনে হঠাত্ই আগুন লাগে।
পর পর অগ্নিকান্ডের ঘটনায় রেলের কপালে চিন্তার ভাঁজ। বিশেষজ্ঞদের🦋 সঙ্গে আলোচনা করছেন রেল কর্তারা। কীভাবে আরও সাবধানতার মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, তারই বিভিন্ন পথ ভাবা হচ্ছে।
তবে, শুধু চার্জিংই নয়। ধূমপান, দাহ্যবস্তু বহন করা ইত্যাদির বিরুদ্ধেও আরও কড়া নজꦑরদারি চালু করবে রেল। আগামী ৭ দিন জোনাল রেলওয়েগুলি এ বিষয়ে কর্মী ও যাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারে সামিল হবে।