ভারতে⭕র খুচরো মূদ্রাস্ফীতি অক্টোবর মাসে ৪.৪৮%-এ পৌঁছল। এর আগে সেপ্টেম্বর মাসে ৪.৩৫% ছিল এই পরিসংখ্যান। অর্থাত্ আগের মাসের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে। শুক্রবার কেন্দ্রীয় সরকার এই তথ্য প্রকাশ করেছে।
এক বছ♉র আগে এই সময়ে ভোক্তা মূল্য সূচক (CPI) দ্বারা সূচীত মুদ্রাস্ফীতি ছিল ৭.৬১%।
খাদ্য মূল্যস্ফীতিও সেপ্টেম্বরে ০.৬৮% 🌃থেকে বেড়ে অক্টোবরে ০.৮৫% 💛হয়েছে।
খাদ্য ও পানীয় বিভাগে মূলཧ্যস্ফীতি ছিল ১.৮২%, যা বেশ কমই বলা যায়। অন্যদিকে আগুল জ্বালাচ্ছে জ্বালানি। এই ক্ষেত্রে মুদ্রাস্ফীতি বৃদ্ধি অব্যাহত। ১৪.৩৫%-এ এটি উন্নীত হয়েছে।
অক্টোবরে সবজির মূল্যস্ফীতি -১৯.৪৩%-এ দাঁড়িয়েছে।
ভোজ্যতেলের দাম সেপ্টেম্বরে ৩৪.১৯%-এর তুলনায় অক্টোবরে ৩৩🌱.৫০%-এ অল্প হ্রাস পেয়েছে। অন্যদিকে, দুধ ও দুগ্ধজাত পণ্যের মুদ্রাস্ফীতি সেপ্টেম্বর মাসের ৩.১৩ শতাংশের তুলনায় বেড়ে ৩.১৯% হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) তার সাম্প্রতিক মুদ্রানীতি বৈঠকে বর🌠্তমান অর্থবর্ষে মূল্যস্ফীতির পূর্বাভাস ৫.৭%-এর পূর্ব অনুমান থেকে কমিয়ে ৫.৩% বলে ঘোষণা করেছে।
এই নিয়ে ﷽টানা চতুর্থ মাসে মুদ্রꦅাস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের ২%-৬% সীমার মধ্যে থাকল।