ফ্লাইট অ্যাটেনড্যান্ট। কেবিন ক্রু। বা চলতি কথায়, এয়ার হোস্টেস। বহু কিশোরী-যুবতীরই স্বপ্নের পেশা। এই কাজের সঙ্গে জড়িত গ্ল্যামার, বেতনের লোভে অনেকেই এই পেশার স্বপ্ন দেখেন। কিন্তু অন্য পেশার মতোই, এর সঙ্গেও যে কঠোর পরিশ্রম, কর্তব্যপরায়ণতা, বহু চ্যালেঞ্জ জড়িয়ে, তা অনেকেই ভুলে যান। সোশ্যাল মিডিয়ায় বিমানসেবিকাদের জীবনযাত্রা দেখে প্রভাবিত হন অনেকে। কিন্তু বাস্তব অনেক বেশি কঠিন। আরও পড়ুন: Air India-র বিমানে আরশোলা? অভিযোগ রাষ্ট্রসংঘের কূটনীতিবিদের
এমনই এক🅺 কঠিন বাস্তবের মুখোমুখি হতে হল ইন্ডিগো বিমান সংস্থার কেবিন ক্রু-দের। গত ২৬ মার্চ গুয়াহাটি থেকে দিল্লির ইন্ডিগোর উড়ানে এক মত্ত যাত্রী বিমানে আইলে বমি করে ফেলেন। শুধু তাই নয়, টয়লেটেরও ভয়ানক অবস্থা করেন তিনি। আর এমতাবস্থায় কর্তব্যের তাগিদে সেই নোংরা সাফাইয়ে নামতে হয় কেবিন 💃কর্মীদের।
কেবিন ক্রু সদস্য শ্বেতার একটি ছবি সোশ্যাল 🐻মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক বিমানযাত্রী সেই ছবি তোলেন। তাতে দেখা যাচ্ছে, মাস্ক, গ্লাভস ও স্প্রের বোতল নিয়ে বমি সাফ করছেন শ্বেতা। এমন খারাপ অবস্থাতেও পরিস্থিতি সামাল দেওয়ার প্রচেষ্টার জন্য কেবিন ক্রু-র প্রশংসা করেন ওই বিমানযাত্রী। এই ছবি য꧂েন আরও একবার মনে করিয়ে দেয়, কাজটা যতটা গ্ল্যামারাস বা সহজ মনে হয়, ততটা হয় তো নয়।
বিমানের আইল জুড়ে প্🃏রথমেই টিস্যু পেপার পেতে দেন বিমানসেবিকারা। এভাবেই পরিস্থিতি সামাল দেওয়ার মরিয়া চেষ্টা করতে থাকেন তাঁরা। এছাড়া তো উপায়♒ও নেই!
ছবি তোলা বিমানযাত্রী বলেন, 'শুধু এটুকুই নয়। আরও অনেক কিছু কর♔তে হয়েছে বিমানসেবিকাদের। খালি তাঁদের মান-সম্মানের কথা ভেবে সেই ছবি শেয়ার করছি না।' তিনি জানান, যাত্রী হিসাবে এই সময়ে তাঁর খুবই খারাপ লাগছিল। তিনজন অল্পবয়সী মহিলা এভাবে হাঁটু গেড়ে বসে মেঝের কার্পেট সাফ করছিলেন। সে এতটাই করুণ দৃশ্য যে তিনি আর ছবি তোলেননি।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভ☂াইরাল হতেই ඣঅনেকে বিমানসেবিকাদের চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। তিন বিমানসেবিকার প্রশংসাও করেন তাঁরা। বাকি যাত্রীদের যাতে অসুবিধা না হয়, তা লক্ষ্য রাখতে বমি সাফ করতেও দ্বিধা বোধ করেননি তিন বিমানসেবিকা।
অন্যদিকে ওই মদ্যপ যাত্রীর বিরুদ্ধেও ক্ষোভ উগড়♋ে🎉 দেন সকলে। তাঁকে 'নো ফ্লাই' তালিকায় রাখার দাবি তোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এর আগেও এয়ার ইဣন্ডিয়ার এক বিমানে এমনই মত্ত 🧔এক ব্যক্তি মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন। আবার ইন্ডিগোর এক বিমানসেবিকা সম্প্রতি এক অভব্য আচরণকারী যাত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। যাত্রীর অন্যায় আবদারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় সকলের সমর্থন পান ওই বিমানসেবিকা। Viral Video: ভিডিয়ো-আপনার চাকর নই! দুর্ব্যবহার করা যাত্রীকে সপাটে উত্তর বিমানসেবিকার