করোনাভাইরাস সংক্রমণের জেরে ক্ষতি কমাতে তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস-এ বন্ধ রাখা হল কর্মী নিয়োগ, প൩্রোমোশন ও বেতন বৃদ্ধি।
সোমবার সং💃স্থার সিএফও নীলাঞ্জন রায় ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে জানিয়েছেন, ইনফোসিস-এ আপাতত নতুন কর্মসংস্থান বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া মহামারীর জেরে ক্ষতিপূরণের স্বার্থে আপাতত প্রোমোশন ও বেতন বৃদ্ধি প্রক্রিয়াও স্থগিত রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে কর্মী নিয়োগ সংক্রান্ত যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার সবই পূর্ণ করা হবে বলে জানান সিএফও।
অন্য দিকে, ইনফোসিস-এর সিইও সলিল পারেখ জানিয়েছে🦂ন, আগামী দিনে ক্লাউড পরিষেবায় সংস্থার গ্রাহকদের আগ্রহ🍬 বৃদ্ধি পাবে কয়েক গুণ।
আরও পড়ুন: চাকরি থেকে কাউকে ছাঁটাই করবেন না, আর্জি মোদীর
সংস্থার দাবি, করোনা সংক্রমণের জেরে সবচেয়ে বেশি ক্ষ🃏তি হয়েছে দেশের খুচরো, পর্যটন ও হোটেল, শক্তি ও তেল ব্যবসার ক༒্ষেত্রগুলিতে। সেই সঙ্গে বড়সড় লোকসানের মুখে পড়েছে কার্ড ও পেমেন্ট সংক্রান্ত ব্যবসাও।
ইনফোসিস-এর সিওও প্রবীণ রাও জানিয়েছেন, সংক্রমণজনিত সংকটের মাঝে এখনও পর্যন্ত সংস্থায় ♎কোনও কর্মী ছাঁটাই করা হয়নি। লকডাউনে অফিসে 🌳কর্মী হাজিরা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন: ෴করোনা সংকট মোকাবিলায় কর্মী ছাঁটবে না TCS, তবে বাড়বে না বেতন
সিওও রাও আরও জানিয়েছেন যে, ২০২১ অর্থবর্ষে ৩৫,০০০ কর্🧸মসংস্থান𒀰ের পরিকল্পনা রয়েছে ইনফোসিস-এর। তবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে সুনিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন রাও।