সাইবার হানার ফাঁদে পড়ল ইনফোসিস। নারায়ণ মূর্তির তথ্যপ্রযুক্তি সংস্থাটির আমেরিকার ইউনিট এই সাইবার হানার শিকার হয়েছে। ম্যাকক্যামিশ নামক ওই সংস্থাটির সিস্টেম র্যানসামওয়ার অ্যাটাকের শিকার হয়েছে। তবে ঠিক কী ধꦏরনের হা🐷মলা বা তথ্যচুরি হয়েছে তা এখনও জানা যায়নি। ইনফোসিসের তরফেও কোনও আধিকারিক এই বিষয়ে মুখ খোলেননি।
♔সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সূত্র অনুযায়ী, আমেরিকার সংস্থা ম্যাকক্যামিশ ইনফোসিসেরই আরেকটি সংস্থা। তাদের সিস্টেমেই র্যানসামওয়ার অ্যাটাক হয়। তবে এই হামলাটি সম্পূর্ণ বিনা কারণে হয়েছে বলে মনে করছেন না সাইবার বিশেষজ্ঞরা।
(আরও পড়ুন: শীতে মর্নিং ওয়াক 🐼ভালো না খারাপ? জেনে নিন আসল সত্🀅যিটা)
অনলাইন সাইবার বিশেষজ্ঞ সাইবার সিটি ইনসাইডার জানিয়েছে, নারায়ণ মূর্তির সাম্প্রতিক মন্তব্যের কারণে এমনটা হয়ඣে থাকতে পারে। এই অ্যাটাকে র্যানসামওয়ার একাধিক ভ্যারিয়ান্ট জড়িত থাকতে পারে। ফলে সিস্টেমের সব তথ্🔯য পুনরুদ্ধার করা আরও কঠি হবে বলেই মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। যথাযথ তল্লাশির পর এই ভ্যারিয়ান্টগুলির প্রকৃতি স্পষ্ট হবে বলে জানিয়েছে ওই বিশেষজ্ঞ সংস্থা। ইনসাইডারের তরফে এই দিন বলা হয়, ম্যাকক্যামিস সিস্টেম ইনফোসিসের তথ্য সুরক্ষিত রাখার একটি গুরুত্বপূর্ণ হাব। স্বাভাবিকভাবেই এর নিরাপত্তার দিকে সবচেয়ে বেশি নজর রাখতে হয় ইনফোসিসকে। তবে কড়া নজরদারির ফাঁক এড়িয়েও তথ্যের ভাণ্ডারে সিঁধ কাটল হ্যাকাররা।
(আরও পড়ুন: বয়স মাফিক পাল্টায় ভাতের মাপও! কোন বয়সের ক🦩তটা ভাত খাবেন?)
সূত্রের খবর, তথ্য চুরি বা বিকৃতির আশঙ্কা এড়াতে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিচ্ছে ম্যাকক্যামিসের সাইবার টিম। প্রসঙ্গত, ইনফোসিস বিপিএম-এর একটি সাবসিডিয়ারি হল ম্যাকক্যামিস। সাইবার হানার কারণে এর বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন ও সিস্টেম ঠিকমতো কাজ করছে না। ফলে অ্যাকেসস করা যাচ্ছে না বহু তথ্য। শুক্রবার স্টক এক্সচেঞ্জ ফিলিংয়ের♋ সময় এই তথ্য জানায় ওই সংস্থা।
প্রসঙ্গত, ম্যাকক্যামিশ আমেরিকার একটি বিখ্যাত বিপিও ফার্ম। এটি জীবন বিমা, অবসর পরিকল্পনা ও অ্যানুয়িটি প্রোডাক্টসহ বিভিন্ন আর্থিক পরিষেবা দেয়। কিছু নির্দিষ্ট সংস্থার কাছে সফটওয়্যার বিক্রি করাও ম্যাকক্যামিশের কাজ। ২০০৯ সালে এই সংস্থাকে অধিগ্রহণ করে ইনফোসিস বিপিএম। ইনসাইডারের রিপোর্ট অনুযায়ী, প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এই সাইবার হানা নারায়ণ মূর্তির সাম্প্রতিক মন্তব্যের ফলাফল। সম্প্রতি ইনফোসিস প্রতিষ্ঠাতা তরুণদের ৭০ ঘন্টা💃 কাজের পরামর্শ দেন। তার 𝓀জেরেই এমনটা হয়েছে বলেই আশঙ্কা অনেকের।